কাবুল: তালিবানের মদতদাতা হিসাবে বারবার উঠে এসেছে পাকিস্তানের নাম৷ তালিবানকে প্রকাশ্যে সমর্থন করেছেন ইসলামাবাদ৷ এবার কার্যত পাকিস্তানের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ৷ পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিলেন তিনি৷ কোনও রকম রাকঢাক না করেই সাফ জানিয়ে দিলেন পাকিস্তান তাদের ‘দ্বিতীয় ঘর’৷ সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক সুদৃঢ় করার শপথও নেন তিনি৷
আরও পড়ুন- কাবুল বিমানবন্দরের আত্মঘাতী বিস্ফোরণ, এলোপাথাড়ি গুলি, বহু মৃত্যুর আশঙ্কা
জাবিউল্লাহের কথায়, প্রতিবেশি দেশের স্বার্থে আঘাত হানবে এমন কোনও কাজের অনুমতি আফগান ভূমিতে দেওয়া হবে না৷ সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন যে, আফগানিস্তান দখলে তালিবানকে কোনও মদত করেনি পাকিস্তান৷ তাঁর কথায়, পাকিস্তান কখনই তালিবানের কাজে হস্তক্ষেপ করেনি৷ তালিবান মুখপাত্র আরও জানান, ভারত সহ বিশ্বের প্রতিটি দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় তারা৷ ভারত ও পাকিস্তানের মধ্যে মতপার্থক্য দূর করার কথাও বলেন তিনি৷
এদিন পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, তারা এমন কোনও কাজ করবে না বা এমন কোনও কাজকে প্রশ্রয় দেবে না, যা পাকিস্তানের স্বার্থ বিরোধী। কারণ আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা এক৷ ধর্মের প্রশ্নেও দুই দেশের ঐতিহ্য অভিন্ন। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মিল রয়েছে৷ তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ৷
আরও পড়ুন- তালিবানি শাসন, দেশের আকাশ দেখা হল না আফগান শিশুর
আফগানিস্তানে সন্ত্রাসবাদী কর্যকলাপ নিয়ে প্রশ্ন করা হলে জাবিউল্লাহ বলেন, আমরা আগেই জানিয়ে দিয়েছি যে আফগানিস্তানের মাটিকে অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার যাবে না৷ এই বিষয়ে আমাদের নীতি জলের মতো স্বচ্ছ৷ আফগানিস্তানে আইসিস-এর কোনও অস্তিত্ব নেই৷ সেই সঙ্গে তাঁর দাবি, গোটা আফগানিস্তান দখল করেছে তালিবান৷ তবে সরকার গঠনের প্রশ্নে জাবিউল্লাহ বলেন, তালিবান এমন একটা সরকার চায় যা শক্তিশালী ইসলাম ভিত্তিক হবে৷