কাবুল বিমানবন্দরের আত্মঘাতী বিস্ফোরণ, এলোপাথাড়ি গুলি, বহু মৃত্যুর আশঙ্কা

কাবুল বিমানবন্দরের আত্মঘাতী বিস্ফোরণ, এলোপাথাড়ি গুলি, বহু মৃত্যুর আশঙ্কা

 

 

কাবুল: ফের রক্তাক্ত কাবুল৷ শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না৷ এবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরের পূর্ব গেটে ঘটল আত্মঘাতী বিস্ফোরণ৷ বিস্ফোরণের পাশাপাশি চলল গুলি৷ মার্কিন ও ইতালির বিমান রওয়ানা হওয়ার মুখে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুলের বিমানবন্দর থেকে ইতালির বিমান উড়ান নেওয়ার মুহূর্তেই ঘটে আঘটন৷ বিমান লক্ষ্য করে চলতে থাকে গুলি৷ ইতালির প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, গুলি চললেও সুরক্ষিত রয়েছে ওই বিমানটি৷ গোটা ঘটনার খবর সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

কাবুল বিমান বন্দরে হামলা হতে পারে, আগেই সতর্কতা জারি করেছিল পেন্টাগন৷ মার্কিন সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, মার্কিন নাগরিকরা যেন বিমান বন্দরে না আসেন৷ এবার সেই সতর্কতার পর কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ বিস্ফোরণের জেরে বহু মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে৷ ৩ মার্কিন সেনা কর্মী জখম হয়েছেন বলে খবর৷ বিমান বন্দরে হামলার দায় নেয়নি তালিবাম৷ গোটা ঘটনার পিছনে আইএস জঙ্গিদের হাত থাকতে পারে বলে অনুমান করছে মার্কিন সেনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =