কাবুল: ‘‘কথায় ও কাজে কোনও মিল নেই তালিবানের৷ ওদের মুখোশ বিশ্বের সামনে খুলে দেব।’’ তালিবানের বিরুদ্ধে এ ভাবেই কার্যত বিদ্রোহের ডাক দিলেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জারিফা গাফারি৷ সেই সঙ্গে আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্তের জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন তিনি৷
আরও পড়ুন- ফল কিন্তু ভুগতে হবে! আমেরিকাকে ‘ডেডলাইন’ দিল তালিবান
একটি ভিডিয়ো বার্তায় জারিফা বলেন, ‘‘আমার মনে হয় না তালিবান কোনও ভালো কাজ করছে৷ ওরা আমার বাড়িতে তল্লাশি করেছে, আমার দেহরক্ষীদের মারধর করেছে, তাঁদের অস্ত্র কেড়ে নিয়েছে৷ আমার স্বামীর সঙ্গেও একই কাজ করা হয়েছে৷ ওরা মুখে যেটা বলেছে, কাজে সেটা করছে না৷’’ তিনি আরও বলেন, ‘‘কথায় বলে বাঘ দু’পা পিছনে যায় আরও লম্বা ঝাঁপ দেওয়ার জন্য৷ ঠিক সেই কারণে আমরাও দু’ পা পিছিয়ে এসেছি৷ যাতে সারা বিশ্বকে আমরা তালিবানের আসল চেহারা দেখাতে পারি৷ আর গোটা বিষয়ে পাকিস্তানের ভূমিকা উল্লেখজনক৷’’ জাফারি বলেন, এটা ১৯৯৬-৯৭ বা ২০০১ নয়৷ আমরা আরও বেশি করে তালিবানকে চিনে গিয়েছি৷
আরও পড়ুন- পঞ্জশিরে তুমুল সংঘর্ষ, লাল রুমালে সঙ্কেত দিয়ে দেশ ছাড়ছে ইতালির স্বেচ্ছ্বাসেবী সংস্থার সদস্যরা
এদিকে পঞ্জশির ঘিরে ফেরার প্রস্তুতি সেরে ফেলেছে তালিবান। নর্দ্যান অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ ও আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালহর নেতত্বে মরনপণ লড়াই চালাচ্ছে বাহিনী৷ অন্যদিকে হিন্দুকুশ পর্বতের কোলে অবস্থিত এই প্রদেশ দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে তালিবান৷ পঞ্জশির দখল করতে পারলে গোটা আফগানিস্তান তাদের কব্জায় চলে আসবে৷