পঞ্জশিরে তুমুল সংঘর্ষ, লাল রুমালে সঙ্কেত দিয়ে দেশ ছাড়ছে ইতালির স্বেচ্ছ্বাসেবী সংস্থার সদস্যরা

পঞ্জশিরে তুমুল সংঘর্ষ, লাল রুমালে সঙ্কেত দিয়ে দেশ ছাড়ছে ইতালির স্বেচ্ছ্বাসেবী সংস্থার সদস্যরা

কাবুল:  তালিবানের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলেছে আফগানিস্তানের পঞ্জশির৷ লড়াই চালাচ্ছে নর্দ্যান অ্যালায়েন্স৷ দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত আন্দরাব৷ অভিযোগ, আন্দরাব উপত্যকায় খাদ্য ও জ্বালানি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিয়েছে তালিবান৷ চরম দুর্দশায় পড়েছে এলাকার বাসিন্দারা৷ গোটা পঞ্জশির কার্যত ঘিরে ফেলেছে তালিবান৷ সেখানে তুমুল সংঘর্ষ চলছে৷ তবে লিবান প্রতিরোধ বাহিনীর হাতে এসে পৌঁছেছে প্রচুর অস্ত্র ও গাড়ি৷ এদিকে, আমেরিকান সেনার দোভাষীর কাজ করা এক ব্যক্তির ভাইকে মৃত্যু দণ্ড দিয়েছে তালিবান৷ 

আরও পড়ুন- রেহাই নেই, মৃতদেহও ধর্ষণ করে তালিবান! ভয়ঙ্কর কাহিনী শোনালেন আফগান মহিলা

অন্যদিকে, আফগানিস্তানের যে কিশোরীরা রোবট ল্যান্ড মাইন্ড ডিটেক্টর তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল সা বিশ্বে, দেশ ছাড়লেন তাঁরা৷ জানা গিয়েছে, রোবটিক টিম নামে পরিচিত আফগান তরুণীর দল কাতারে আশ্রয় নিয়েছে৷ সেখান থেকে তাঁদের আমেরিকা বা ইউরোপের কোনও দেশে নিয়ে যাওয়া হবে৷ যেখানে তাঁরা আরও ভালো ভাবে পড়াশোনার সুযোগ পাবে৷ তাঁদের কথায়, আমাদের যেতেই হবে৷ কারণ আমাদের কাছে আর কোনও রাস্তা নেই৷ পরিবারকে আফগানিস্তানে ফেলে যেতে হচ্ছে, সেটাই তাঁদের কাছে সবচেয়ে কষ্টের৷

এদিকে হাতে লালরুমাল বেঁধে দেশ ছাড়ছে আফগানিস্তানে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা৷ কাবুল বিমান বন্দরে ঠাসা ভিড়৷ বাইরে চলছে তালিবানি পাহারা৷ এই অবস্থায় তালিবানের চোখে ধুলো দিতে হাতে লাল রুমাল বেঁধে বিমান বন্দরে আসছেন ইতালির স্বেচ্ছাসেবী সংগঠনের এই কর্মীরা৷ এই লাল রুমাল দেখেই তাঁদের বিমান বন্দরে ঢুকতে দিচ্ছে মার্কিন সেনা বা ন্যাটো বাহিনী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *