‘বন্ধু’ দেশ পাকিস্তানে এবার নিষিদ্ধ চিনা অ্যাপ টিকটক

‘বন্ধু’ দেশ পাকিস্তানে এবার নিষিদ্ধ চিনা অ্যাপ টিকটক

ইসলামাবাদ: ভারত ও আমেরিকার পথে হেঁটে এবার পাকিস্তানে নিষিদ্ধ হল টিকটক৷ ‘অনৈতিক এবং অশালীন’ কন্টেন্টের অভিযোগ তুলে শুক্রবার সে দেশে নিষিদ্ধ করে দেওয়া হল এই চিনা ভিডিয়ো শেয়ারিং অ্যাপ৷ পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)-এর তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  

আরও পড়ুন- সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আরও ভয়ংকর হয়েছে: গ্লোবাল ইনডেক্স

তবে তথ্য চুরি বা নিরাপত্তা ইস্যু নয়, পাকিস্তানের দাবি টিকটকে ব্যাপক অশ্লীল ছবি ও ভিডিয়ো পোস্ট করা হচ্ছে৷ তার জেরেই বন্ধু চিনের এই অ্যাপ নিষিদ্ধ করা হল৷ এদিন পিটিএ একটি বিবৃতিতে জানায়, বেশ কিছু দিন ধরেই নানাবিধ অশ্লীল এবং অনৈতিক ভিডিয়ো টিকটকে পোস্ট হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। যা পাক নাগরিকের উপর খারাপ প্রভাব ফেলতে পারে৷ এই ধরনের আপত্তিকর কনটেন্ট আপলোড আটকানোর জন্য তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছিল৷ টিকটককে ওয়ার্নিং দিয়ে ফাইল নোটিশও পাঠানো হয়৷ কিন্তু এর পরেও কোনও লাভ হয়নি৷  পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথোরিটি আরও জানায়, টিকটককে নোটিশ পাঠানোর পর যথেষ্ট সময়ও দেওয়া হয়েছিল৷ কিছু কনটেন্ট তুলে নিয়ে এ বিষয়ে নতুন আইন লাগু করার অনুরোধও করা হয়েছিল৷ কিন্তু কোনও নিয়ম মানা হয়নি৷ তাই পাকিস্তানে নিষিদ্ধ করা হচ্ছে টিকটক৷

আরও পড়ুন- ক্ষুধার বিরুদ্ধে লড়াইকে সম্মান, নোবেল শান্তি পুরস্কার পেল ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’

প্রসঙ্গত, গত জুলাই মাস থেকেই টিকটকের বিরুদ্ধে অভিযোগ উঠছিল৷ এই ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মে অনৈতিক পোস্ট শেয়ার করা হচ্ছে বলেও সতর্ক করেছিল টেলিকমিউনিকেশন অথোরিটি৷ সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক পাক সরকারি আধিকারিক বলেন, “বারে বারেই তাদের  আপত্তিকর পোস্ট শেয়ার বন্ধ করতে বলে হয়েছিল। অশ্লীল, অনৈতিক ভিডিও আমাদের যুব সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। টিকটককে নিয়ে খুশি নয় পাক সরকার। তাই এই ভিডিও অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে পাক সরকারের সিদ্ধান্ত মানলে ফের সে দেশে ফিরে আসতে পারে টিকটক৷ এর জন্য সবার আগে আপত্তিজনক কনটেন্ট আপলোড হওয়ার আগেই আটকে দেওয়ার মত মেকানিজম তৈরি করতে হবে তাদের। জানা গিয়েছে, টিকটক বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এই ভিডিয়ো প্ল্যাটফর্ম নিয়ে তিনি উদ্বিগ্ন বলেই রিপোর্ট প্রকাশ করে পাক মিডিয়া৷ তবে এদিন পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে টিকটকের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *