কিয়েভ: ইউক্রেন জুড়ে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া৷ ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে যুদ্ধবিরতি জারি করা হয়েছে৷ যুদ্ধে আটকে পড়া সাধারণ নাগরিকদের বার করে আনতেই তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা করল মস্কো৷ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধে যুদ্ধ বিরতি পুতিনের৷
আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের
সকালে ইউক্রেনের মাইকোলভে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়৷ আক্রান্ত ওডেশা শহর৷ খারকিভে বহুতলে জ্বলছে আগুন৷ লুহানস্কে তেলের ডিপোয় আগুন৷ ইউক্রেনে আটকে পড়াদের ‘সেফ প্যাসেজ’ দিতেই এই যুদ্ধ বিরতি বলে দাবি৷ মারিপুল এবং সুমি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থার খবর, দিন দু’য়েক আগে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। তাঁদের মধ্যে কথোপকথনের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
যদিও রাশিয়ার যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে আমল দিতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তাঁদের অভিযোগ, এর আগে দু’বার মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু প্রতিবারই যুদ্ধ বিরতির মধ্যে হামলা চালিয়েছে পুতিন বাহিনী৷
রবিবার রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসনে এখনও পর্যন্ত ইউক্রেনে ২৬০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে৷ ইউক্রেনের দাবি, খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে রাশিয়া। তবে তারা যে গ্র্যান্ড লঞ্চার ব্যবহার করছে, তার নিশানা বিশেষ পোক্ত নয়। ফলে যে কোনও মুহূর্তে ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>