কিয়েভ: ইউক্রেন যেন বারুদের স্তুপ৷ প্রতিটি পদে বিপদের ঝুঁকি৷ ক্ষতবিক্ষত রাজধানী কিয়েভ৷ প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয়ের খোঁজে যাওয়ার সময়েই ঘটল বিপত্তি৷ রুশ সেনার বোমা বর্ষণে প্রাণ হারালেন বেশ কিছু মানুষ৷ তাঁদের মধ্যে রয়েছে দুই শিশুও৷ রাজধানী কিয়েভের মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর চোখের সামনেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে এক পরিবার৷
আরও পড়ুন- ঝুঁকি নিয়ে নয়, রুশ সীমান্ত দিয়ে দেশে ফিরতে চাওয়া পড়ুয়াদের বলল নয়াদিল্লি
তিনি বলেন, ‘‘আমার চোখের সামনে মৃত্যুর কোলে ঢোলে পড়ল দু’টি ছোট্ট শিশু এবং দু’জন প্রাপ্তবয়স্ক৷’’ একটি সংবাদমাধ্যমে সেই ছবি প্রকাশ করা হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে, দেহগুলি প্লাস্টিকের চাদরে ঢেকে রাখা হয়েছে। দেহগুলির পাশে পড়ে রয়েছে একটি সুটকেস।
ইউক্রেনের মানবিক সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্য চেয়ে আর্জি জানিয়েছে কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন৷ তাদের আর্জি, ‘‘রুশ বাহিনীর হামলায় হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত৷ একাধিক জায়গায় গত পাঁচ-সাত দিন ধরে জল, খাবার, বিদ্যুৎ নেই৷ নেই চিকিৎসা পরিষেবা। তাঁদের কাছে জীবিকা নির্বাহের কোনও উপায় নেই৷ ফলে অসহায় অবস্থা দিন কাটাচ্ছেন তাঁরা।’’
রবিবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন৷ রুশ আক্রমণে পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনাও প্রবল বৃদ্ধি পয়েছে৷ খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পুতিনের ফৌজ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>