কমলায় মুগ্ধ মোদী! বললেন ‘আপনি অনুপ্রেরণার উৎস, ভারতীয়রা আপনার অপেক্ষায়’

কমলায় মুগ্ধ মোদী! বললেন ‘আপনি অনুপ্রেরণার উৎস, ভারতীয়রা আপনার অপেক্ষায়’

 

ওয়াশিংটন:  জো বাইডেন প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ এর আগে গতকাল তিনি বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে৷ ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদে বসার পর তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল নমোর৷ এই প্রথম মুখোমুখি বসলেন তাঁরা৷ আর প্রথম সাক্ষাতেই কমলায় মুগ্ধ মোদী৷ তাঁকে সকলের ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে ভারতে আসার জন্যে আমন্ত্রণও জানালেন হ্যারিসকে৷  

আরও পড়ুন- মার্কিন মুলুকে পৌঁছে গেলেন মোদী, প্রথম দিনেই পাখির চোখ গ্লোবাল সিইও বৈঠক

হোয়াইট হাইজে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী ও কমল হ্যারিস৷ নিশ্চিত ভাবেই তাঁদের অলোচনার অন্যতম বিষয় ছিল আফগানিস্তান৷ আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি কোভিড ও অন্যান্য বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷ কমলা হ্যারিসের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে আপনার লড়াই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি পর্ব৷ আপনি গোটা বিশ্বের অনুপ্রেরণা। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট বাইডেন ও আপনার সুযোগ্য নেতৃত্বে দুই দেশের মধ্য  দ্বিপাক্ষিক সম্পর্ক এক অন্য উচ্চতায় পৌঁছবে।” সেই সঙ্গে নমোর বার্তা, ভারত আমেরিকার প্রকৃত বন্ধু৷ দুই দেশের ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও মিল রয়েছে৷ 

অন্যদিকে হ্যারিস বলেন, ‘‘ভারতের সঙ্গে আমি পারিবারিক বন্ধনে আবদ্ধ৷ ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধনে কাজ করব৷’’ পাশাপাশি কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে থাকার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন মোদী৷ কমলা হ্যারিসকে  ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও আমেরিকার মূল্যবোধ এবং রাজনৈতিক স্বার্থ অনেকটাই এক। দুই দেশের  মধ্যে সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আপনি আমেরিকায় সফল৷ ভারতীয়রা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে৷ আমি আপনাকে ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” 

গতকাল পাঁচ শিল্পপতির সঙ্গে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী৷ ভারতে শিল্পের বিস্তর সুযোগ রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি৷ এর পর কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক হয় তাঁর৷ সেখান থেকে বেরিয়ে নমো দেখা করেন জাপানের প্রধানমন্ত্রী যোশিদা সুগারের সঙ্গেও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 13 =