ওয়াশিংটন: বাইডেন জমানায় প্রথম আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, আজই গ্লোবাল সিইও বৈঠকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলবেন নমো৷ করোনা আবহে প্রধানমন্ত্রীর এই প্রথম মার্কিন সফর দেশের জন্য বেশ কিছুটা আর্থিক সুরাহা আনতে পারবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ পিএমও সূত্রের খবর, আগামী দু’দিন একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বড় বাণিজ্যিক সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলবেন তিনি৷
আরও পড়ুন- ভারতের হুঁশিয়ারিতে কোভিশিল্ডকে ‘স্বীকৃতি’ ব্রিটেনের, কোয়ারেন্টাইন জট অব্যাহত
জানা গিয়েছে, আজই ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ পাঁচজন বিশ্বমানের উদ্যোগপতির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন তিনি। প্রত্যেকের সঙ্গে কথা বলার জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিনিট সময়। আজ কোয়ালকম গোষ্ঠীর প্রধান ক্রিস্টিয়ানো আর আমনের সঙ্গে প্রথম বৈঠকে বসবেন নমো। তার পর বৈঠক হবে অ্যাডোবের চেয়ারম্যান শান্তনু নারিনের সঙ্গে। তৃতীয় সাক্ষাৎপ্রার্থী হিসেবে রয়েছেন সোলার কোম্পানির সিইও মার্ক উইডমার। চতুর্থ বৈঠক হবে জেনারেল অটোমিক্সের চেয়ারম্যান এবং সিইও বিবেক লালের সঙ্গে৷ পঞ্চন তথা এদিনের শেষ বৈঠক হবে ব্ল্যাকস্টোন সংস্থার সিইও স্টিফেন এ সোয়ার্জম্যানের সঙ্গে।
আরও পড়ুন- আফগানিস্তানে বিপন্ন শৈশব! বই-খাতার বদলে হাত উঠছে বন্দুক, ‘শিশু সৈনিক’ বানাচ্ছে তালিবান
প্রসঙ্গত, ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প জমানায় শেষবার মার্কিন মুলুকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেবার ৪২ জন উদ্যোগপতির সঙ্গে বৈঠক করেছিলেন৷ ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার প্রচেষ্টা তখনই শুরু করে দিয়েছিলেন নমো৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম মার্কিন সফর৷