চিহ্নিত কুমিল্লা তাণ্ডবের মূল অভিযুক্ত! খুঁজে বার করার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চিহ্নিত কুমিল্লা তাণ্ডবের মূল অভিযুক্ত! খুঁজে বার করার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

 

ঢাকা: সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উত্তাল বাংলাদেশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর বাংলাদেশ পুলিশ-প্রশাসন৷ এরই মধ্যে চিহ্নিত করা গিয়েছে কুমিল্লায় হিংসার ঘটনায় মূল অভিযুক্তকে৷ তবে এখনও তার নাগাল পাওয়া যায়নি৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

আরও পড়ুন- বাংলাদেশ হিংসা: হাসিনার পদক্ষেপে পুলিশকর্তাদের বদলি, উত্তেজনা বহাল

গতকাল ব়্যাবের সদর দফতরে তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি জানান, বাংলাদেশে এমন ঘটনা বেনজির৷ কোনও পুজো মণ্ডপে এরকম তাণ্ডবের ঘটনা ঘটেনি। তবে এক্ষেত্রে এই ঘটনা ঘটানো হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে মন্দির ভাঙচুরের চেষ্টা চালায় একদল উগ্রবাদী লোকজন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, একটি অল্পবয়সি ছেলে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছে। সেই পোস্ট ঘিরেই হিংসা ছড়িয়েছে। তাণ্ডব চলেছে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷  
 

উল্লেখ্য, দুর্গাপুজোর অষ্টমীর দিন বাংলাদেশের একাধিক মণ্ডপে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লার একটি পুজো মণ্ডপে কোরান শরিফের অবমাননা করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পোস্ট ভাইরাল হয়ে যায়৷ এরপরেই শুরু হয় মণ্ডপে মণ্ডপে ভাঙচুর৷ সোস্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার থেকে সেই হিংসা ছড়িয়ে পড়ে নোয়াখালি, পরীগঞ্জের মতো জায়গাগুলিতেও। এখনও থমথমে সেই সকল এলাকা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =