পাকিস্তানে ফের ভাঙা হল মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি, ভাইরাল ভিডিয়ো

পাকিস্তানে ফের ভাঙা হল মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি, ভাইরাল ভিডিয়ো

লাহোর:  ফের পাকিস্তানে ভাঙা হল মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি৷ জানা গিয়েছে, এই ঘৃণ্য কাজের পিছনে রয়েছে তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান (টিএসপি)-এর সদস্য৷ ২০১৯ সালে ১৮০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লাহোর ফোর্ট কমপ্লেক্সে মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তিটি স্থাপিত হয়েছিল৷ মঙ্গলবার তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ উল্লখ্য, এই নিয়ে তৃতীয়বার এই মূর্তি ভাঙা হল৷ 

আরও পড়ুন- তালিবানদের ভয় পান না! প্রাণ গেলেও মন্দির ছাড়বেন না হিন্দু পুরোহিত

মঙ্গলবার প্রথমে রঞ্জিত সিং-এর বিরুদ্ধে স্লোগান তোলে হামলাকারী৷ পরে মূর্তিটি ভেঙে ফেলে সে৷ উপস্থিত কয়েকজন তাকে আটকানোট চেষ্টা করলেও, রোখা যায়নি৷ তার আগেই মূর্তিটি ভেঙে ফেসে হামলাকীর৷ জানা গিয়েছে ব্রোঞ্জের তৈরি ওই মূর্তিটির উচ্চতা ছিল ৯ ফুট৷ মূর্তিতে তলোয়ার হাতে ঘোড়ার উপর সওয়ার ছিলেন মহারাজা রঞ্জিত সিং৷ মূর্তি ভাঙার ভিডিয়ো সোশ্যাসল মিডিয়ায় ভাইরাল৷ হাত ভাঙার পর ঘোড়া থেকে রীতিমতো উপড়ে ফেলে হয়েছে মহারাজের মূর্তি৷ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে৷ প্রসঙ্গত, এর আগেও রঞ্জিত সিংয়ের মূর্তি ভাঙার পিছনে ছিল চরমপন্থী টিএলপি’র সদস্যরাই৷ এদিনের ঘটনার পরেই পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়, ‘‘নক্ক্যারজনক ঘটনা৷ একদল অশিক্ষিতের জন্য বিশ্ব দরবারের পাকিস্তানের মাথা নীচু হচ্ছে৷’’   

 

আরও পড়ুন- খোঁজ নেই বাবা-মায়ের, কাবুল বিমানবন্দরে একা পড়ে রইল শিশু

প্রসঙ্গত, শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজ রঞ্জিত সিং৷ তাঁর নেতৃত্বে ৪০ বছর রাজত্ব করেছিল শিখরা৷ রঞ্জিত সিংয়ের মূর্তি উন্মোচনের মাস দুয়েক পরেই হামলা চালিয়েছিল টিএলপি’র দুই সদস্য৷ আজ ফের হামলা হল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *