নয়াদিল্লি: এই প্রথম হয়তো ভারতের পিছিয়ে পড়া দেখে প্রত্যেকে প্রচন্ড খুশি হবে। কারণ করোনাভাইরাস দৈনিক সংক্রমণের নিরিখে পিছিয়ে পড়েছে দেশ। দৈনিক আক্রান্তের নিরিখে এতদিন গোটা বিশ্বের শীর্ষে ছিল ভারত কিন্তু এখন কোভিড ভরকেন্দ্র সরে গিয়েছে আমাদের দেশ থেকে। এখন দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ইন্দোনেশিয়া।
পরিসংখ্যান বলছে, ইন্দোনেশিয়ায় পরপর দু’দিন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে এবং গতকাল সেই সংখ্যা ছিল প্রায় ৫০ হাজারের কাছাকাছি। অনুমান করা হচ্ছে, করোনার ডেল্টা প্রজাতির কারণেই সেখানে দৈনিক সংক্রমণ হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতেই এখন এশিয়ার নতুন করোনা ভরকেন্দ্র ইন্দোনেশিয়া। গত মাস পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল কিন্তু চলতি মাসের শুরু থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই মুহূর্তে সেখানে কোন ভাইরাসের সংক্রমণ রীতিমতো ভয়ঙ্কর। শেষ কয়েক দিনে দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হারও ছিল বেশি। গত এক সপ্তাহে সেখানে প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে প্রায় ৯০০ জনের। তাই স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার অবস্থা করোনা ভাইরাস সংক্রমণের জন্য কতটা বেশি খারাপ।
আরও পড়ুন- রাজ্যপাল সকাশে রাজভবনে মুখ্যমন্ত্রী, একাধিক ইস্যু নিয়ে বৈঠকের জল্পনা
এদিকে ভারতের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে অনেক দিন আগেই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ০০০ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬ জন।