রাজ্যপাল সকাশে রাজভবনে মুখ্যমন্ত্রী, একাধিক ইস্যু নিয়ে বৈঠকের জল্পনা

রাজ্যপাল সকাশে রাজভবনে মুখ্যমন্ত্রী, একাধিক ইস্যু নিয়ে বৈঠকের জল্পনা

 

কলকাতা: রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করতে হঠাৎই নবান্ন থেকে বেরন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর রাজ্যপালের সঙ্গে মূলত বিধান পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে৷ রাজ্য বাজেট নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে৷ এদিন ৪টে নাগাদ রাজভবনে ঢোকেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ‘গেরুয়া’ সূর্যাস্তের ছবি পোস্ট, নেটিজেনদের নিশানায় দিলীপ

আজ ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে কোনও তরফেই স্পষ্ট ভাবে জানানো যায়নি৷ তবে মনে করা হচ্ছে বিধানসভায় গৃহীত বিধান পরিষদের প্রস্তাব নিয়েই রাজ্যপালের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত,  রাজ্য মন্ত্রিসভায়  বিধান পরিষদ তৈরির ছাড়পত্র মেলার পরেই বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয় বিধান পরিষদ প্রস্তাব।  ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পরেই বিধান পরিষদ গঠনের প্রস্তাব এনেছিল তৃণমূল। গঠিত হয়েছিল অ্যাডহক কমিটিও। প্রায় ১০ বছর পর সেই রিপোর্ট নিয়ে ফের বিধানসভায় আলোচনা হয়। এই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি৷  তাঁরা এই প্রস্তাবে ভোটাভুটি চাইলে ২৬৫ বিধায়ক ভোট দেন। এর মধ্যে ১৯৬ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ৬৯ ভোট। এই প্রস্তাব রাজ্যপাল পাশ করলে তা পৌঁছবে দিল্লিতে৷ সংসদে পাশ হওয়ার পর তা যাবে রাষ্ট্রপতির কাছে৷ রাষ্ট্রপতি তাতে সাক্ষর করলে গঠিত হবে বিধান পরিষদ৷  ফলে বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা এগিন প্রবল৷

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নোটিশ হাইকোর্টের, যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশ

পাশাপাশি গতকাল বিজেপি’র তরফে পিএসি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করা হয়েছিল৷ রাজ্যপাল এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে পারেন৷ বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলতে চাইছিলেন রাজ্যপাল৷ ফলে আজ মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠকে একাধিক ইস্যু উঠে আসার সম্ভাবনা রয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =