কলকাতা: বাংলা বিধানসভা নির্বাচনের জন্য সময়ের গণ্ডি না মেনে কাজ করে গিয়েছেন ক্রমাগত। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ভোটের ফলাফলের পর একাধিক ইস্যুতে তোলপাড় হয়েছে বাংলা এবং অস্বস্তি বেড়েছে দলের অন্দরেও। এখনো পরিস্থিতি যে খুব সুখকর এমনটা নয়। কিন্তু তা বলে কি একটু নিজের জন্য সময় বের করা যায় না? কঠিন সময়ের মধ্যেও নিজেকে কিছুটা মুক্ত করতে ছুটি নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৫ দিনের জন্য কাশ্মীর সফরে গিয়েছেন তিনি। তবে সফর শুরুর আগে যে ছবি পোস্ট করেছিলেন তা নিয়ে তাকে ট্রোল করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘গেরুয়া’ সূর্যাস্তের ছবি পোস্ট করে নেটিজেনদের নিশানায় বিজেপি রাজ্য সভাপতি।
কাশ্মীর সকল শুরুর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। সেখানে দেখা যায় তিনি সূর্যাস্তের ছবি তুলছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে। আকাশের অর্ধেক ভরে গেছে সূর্যের কমলা রশ্মিতে। সেই ছবি পোস্ট করে দিলীপ লিখেছেন, “কখনো কখনো সূর্যাস্ত উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সূর্য অস্ত গেলেই নতুন ভোরে দেখা যায়।” এই ছবি পোস্ট করার পরেই কাকে নিশানা করছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ তাঁকে ‘জেঠু’ বলে কটাক্ষ করছে আবার কেউ লিখছে, সূর্যের মতো তিনি নিজেও অস্ত যাচ্ছেন।
Sometimes it is important to cherish the sunset because it is only when the sun sets that we see a new dawn.
-From Durgapur Expressway. pic.twitter.com/H49pCYlAoU
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 13, 2021
ওদিকে আবার আকাশের রং যা দেখা যাচ্ছে তার প্রেক্ষিতেও বিজেপি নেতা দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন অনেকেই। এক কথায় বলা যায়, অরাজনৈতিক পোস্ট দেওয়ার পরেও ও রাজনৈতিক কটাক্ষের শিকার হতে হয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে। প্রসঙ্গত, ১৯ তারিখ কাশ্মীর সফর সেরে ফিরবেন তিনি। দিল্লিতে পৌঁছে যোগ দেবেন অধিবেশনে। মঙ্গলবার সফর শুরুর আগে টুইটারে এই সূর্যাস্তের একটি ছবি পোস্ট করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।