পাকিস্তান জঙ্গিদের মদত দেয়, গোটা বিশ্ব জানে! রাষ্ট্রপুঞ্জে ভারত

পাকিস্তান জঙ্গিদের মদত দেয়, গোটা বিশ্ব জানে! রাষ্ট্রপুঞ্জে ভারত

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সভায় পাকিস্তানকে ব্যাপক আক্রমণ করলো ভারত। সন্ত্রাসবাদ ইস্যু থেকে শুরু করে কাশ্মীর পরিস্থিতি, পাকিস্তানকে তুলোধনা করেছে নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বক্তব্য রাখেন এবং আফগানিস্তান ইস্যুতে তালিবানকে সমর্থন করার বার্তা দেন। তাঁর বক্তব্যের পরই ভারতের কূটনীতিক স্নেহা দুবে পাকিস্তানকে চরম আক্রমণ করেন।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের

এদিন তিনি বলেন, ভারত সম্পর্কে ভুল তথ্য দেয় পাকিস্তান এবং রাষ্ট্রপুঞ্জকে বিভ্রান্ত করে। তারা যে জঙ্গিদের সরাসরি সমর্থন করে সেটা গোটা বিশ্ব জানে। তিনি আরো বলেছেন, বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি যদি তৈরি করতে হয় তাহলে ভারতকে নয়, পাকিস্তানকে সচেতন ভাবে কাজ করতে হবে। স্নেহার আরও বক্তব্য, জঙ্গি কার্যকলাপ এবং তাদের সমর্থনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পাকিস্তান বারংবার কাশ্মীর প্রসঙ্গ নিয়ে ভারতকে আক্রমণ করতে চায়। কিন্তু এতে বিশেষ কোন লাভ হয় না কারণ গোটা বিশ্ব জানে পাকিস্তানের ভূমিকা কী সন্ত্রাসবাদের পেছনে। কিন্তু বারবার পাকিস্তান চেষ্টা করে যাতে তাদের দিক থেকে নজর ঘুরিয়ে ভারতকে আক্রমণ করা যায় এবং এই সুযোগে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া যায়। 

আরও পড়ুন- ভারত সরকারের তহবিলই নয় ‘পিএম কেয়ার্স’ ফান্ড! স্পষ্ট জানাল কেন্দ্র

এদিকে আবার আফগানিস্তান ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপুঞ্জের আবেদন করেছেন, দেশের জনগণের স্বার্থে জনসভায় তালিবান সরকারকে সমর্থন করে এবং তাদের স্থিতিশীল এবং শক্তিশালী করতে সাহায্য করে। তিনি দাবি করেছেন, সবাই যদি আফগানিস্তানকে অবহেলা করে তাহলে পরিস্থিতি আরো জটিল হবে তাই প্রত্যেক দেশের উচিত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানো এবং সেখানকার সরকারকে শক্তিশালী করা। এইভাবে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে কার্যত তালিবান সরকারকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এইভাবে ইমরান খান তালিবানের জন্য সাহায্যের পথ খুলতে চাইছেন আন্তর্জাতিক মহলে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ইমরান দাবি করেছিলেন, সার্কের বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। কিন্তু সেই দাবি মানতে চায়নি ভারত সহ সার্কের অন্যান্য সদস্য দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =