সুখে ভাটা! সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, এগিয়ে পাকিস্তান-বাংলাদেশ

সুখে ভাটা! সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, এগিয়ে পাকিস্তান-বাংলাদেশ

6a10f514e1303068b8ee3d0c9cf81ca8

রাষ্ট্রপুঞ্জ: গত দুই বছর অতিমারী পরিস্থিতিতে অনেক ঝড় ঝাপটা  বয়ে গিয়েছে নীল গ্রহের উপর দিয়ে৷ বেকারত্ব থেকে স্বজনহারার শোক, কখনও প্রাকৃতিক বিপর্যয়, আঘাত অসেছে অনেক৷ এরই মধ্য ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিশ্বে সুখী দেশের তালিকা তৈরি করল রাষ্ট্রপুঞ্জ৷ ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবসের আগেই প্রকাশ্যে এল সেই রিপোর্ট৷ আর সেই রিপোর্টে আরও একবার নীচের দিকে জায়গা পেল ভারত৷ 

আরও পড়ুন- ভুল বুঝিয়ে আপনাদের যুদ্ধে নামিয়েছেন পুতিন, রুশ সেনাকে বার্তা ‘টার্মিনেটর’-এর

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, সুখ নেই ভারতে৷ সে কারণেই তালিকায় ভারতের ঠাঁই ১৩৬ নম্বরে৷ তবে গতবারের তুলনায় সামান্য উন্নতি হয়েছে আমাদের দেশের৷ গতবার এই তালিকায় ভারত ছিল ১৪০ নম্বরে৷ এবার ১৩৬৷ প্রসঙ্গত, ১০ বছর ধরে সুখী দেশের তালিকা প্রকাশ করছে রাষ্ট্রপুঞ্জের ‘সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’। বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ফোনে কথা বলে, তাঁদের নানাবিধ প্রশ্ন করে জানতে চাওয়া হয়, তাঁরা সুখী কি না৷ সুখী হলে কেন? দুঃখ থাকলেই বা কীসের জন্যে। 

পাশাপাশি সুখী দেশের তালিকা তৈরির আগে সংশ্লিষ্ট দেশের আর্থিক বৃদ্ধির হার, মানুষের গড় আয়ু, সামাজিক সহায়তা, কাজ করার স্বাধীনতা, ও দুর্নীতির মতো বিষয়গুলিকে নজরে রাখা হয়। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে অক্সফোর্ডের ‘ওয়েলবিইং রিসার্চ সেন্টার’, ‘সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট’, ‘ভ্যাঙ্কুভার স্কুল অব ইকোনমিক্স’।

রিপোর্ট তৈরির আগে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হয়৷ যেমন- ব্যক্তি স্বাধীনতা, সরকারের উপর নাগরিকের আস্থা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশার মতো বিষয়গুলি৷  আর এই সব মাপকাঠিতে ভারতের মান যে ‘আচ্ছে’ নয়, তা বেশ স্পষ্ট। ২০১৯ সালের মতো এ বারও সুখী তালিকায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পড়শি পাকিস্তান। তবে শুধু পাকিস্তানই নয়৷ ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ, চিন, নেপাল, শ্রীলঙ্কা-সহ প্রায় সব সবকটি প্রতিবেশী দেশই৷ 

সদ্য প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের তালিকায় ১২১ নম্বরে রয়েছে পাকিস্তান৷ তবে গতবারের তুলনায় (২০১৬-১৮) কিছুটা অবনতি হয়েছে ইমরান খানের দেশের৷ সে বার সুখী দেশের তালিকায় পাকিস্তান ছিল ৬৭ নম্বরে৷ বাংলাদেশ রয়েছে ৯৪ নম্বরে৷ গতবার ছিল ৯৩-এ৷ অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের তালিকায় ২১ ধাপ উপরে উঠে এসেছে চিন। গত বারের যেখানে চিনের স্থান ছিল ৯৩ নম্বরে। সেখানে এবার ড্রাগনের দেশ পৌঁছে গিয়েছে ৭২-এ। অনেকটা পিছিয়ে শ্রীলঙ্কা রয়েছে ১২৭ নম্বরে।

এই নিয়ে টানা পাঁচ বার সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছে  ফিনল্যান্ড। এর পরে যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বের মোট ১৪৬টি দেশের জনগণের সঙ্গে কথার বলার পর রিপোর্ট তৈরি করা হয়েছে৷ এই তালিকার লাস্ট বয় অর্থাৎ ১৪৬ নম্বরে রয়েছে আফগানিস্তান। গত বছর অগাস্ট মাসে পালাবদল ঘটে কাবুলিওয়ালার দেশে৷ ক্ষমতাসীন আশরফ গনিকে গদিচ্যুত করে কাবুল দখল নেয় তালিবান। এই রিপোর্টে স্পষ্ট ফুটে উঠেছে সেই অভিঘাত৷