ভুল বুঝিয়ে আপনাদের যুদ্ধে নামিয়েছেন পুতিন, রুশ সেনাকে বার্তা ‘টার্মিনেটর’-এর

ভুল বুঝিয়ে আপনাদের যুদ্ধে নামিয়েছেন পুতিন, রুশ সেনাকে বার্তা ‘টার্মিনেটর’-এর

8a3f0f30c075fa626a6f1add1fac364c

ওয়াশিংটন:  রুশ আগ্রাসনে জ্বলছে ইউক্রেন৷ দীর্ঘ ২৩ দিন ধরে চলছে রাশিয়ার সেনা অভিযান৷ কিন্তু যুদ্ধ থামার নাম নেই৷ এরই মধ্যে রুশ সেনার কাছে যুদ্ধ থামানোর আর্জি জানালেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ৯ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে অসত্য বলে যুদ্ধে নামিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘যিনি ক্রেমলিনে বসে রয়েছেন, এটা তাঁর যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।’’ 

আরও পড়ুন- পুতিনকে বলেছিলেন ‘সাইকো’, খুনের এক বছর পর দেহ মিলল মডেলের

পাশাপাশি পুতিনের উদ্দেশে আর্নল্ডের বার্তা, ‘‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন! আপনিই এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই যুদ্ধ বন্ধও করতে পারেন।’’ ওই ভিডিয়ো পোস্টে ৭৪ বছরের এই হলিউড তারকা তথা রাজনীতিক আরও বলেছেন, ‘আমি রাশিয়ার মানুষকে ভালবাসি। তাই আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরতে চাই।’ বার্তার গোড়াতেই আর্নল্ড বলেন, ‘‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। কারণ এই মুহূর্তে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে, যা থেকে আপনাদের আড়াল করা হচ্ছে। সেই ভয়াবহতা সম্পর্কে আপনাদের সচেতন হওয়া উচিত।’’

কিন্তু কী সেই সত্য? ‘বডি বিল্ডিং’-এর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বলেন, ‘‘আমি জানি, আপনাদের বলা হয়েছে ইউক্রেনকে নাৎসি-মুক্ত করার জন্যেই এই যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এটি আদৌ সত্যি নয়।’’ রাশিয়ার মানুষের প্রতি নিজের ভালোবাসও ব্যক্ত করেছেন হলিউড তারকা৷ তিনি আরও জানান, তাঁর বাবা গুস্তাভ সোয়ার্ৎজেনেগার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার মিলিটারি পুলিশের অফিসার। জার্মান বাহিনী যখন রাশিয়া বিরুদ্ধে অভিযানে নামে, তখন সেই দলের অংশ ছিলেন গুস্তাভ। সেই প্রসঙ্গ তুলে ধরে আর্নল্ড বলেন, ‘‘ওই ঘটনার পরে বাবা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাকি জীবনটা যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছিল তাঁর।’’ সেই ঘটনা তুলে ধরেই তাঁর আবেদন, ‘‘রুশ সেনারা যাঁরা এই বার্তা শউনে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশে বলতে চাই, আমি চাই না আপনারাও আমার বাবার মতো ভেঙে পড়ুন।’’ রুশ নাগরিকদেরও এই যুদ্ধের বিরুদ্ধে একত্রিত হওয়ার আবেদন জানিয়েছেন আর্নল্ড৷