নাশকতার লক্ষ্যে পাক হাতিয়ার ড্রোন, রাষ্ট্র সংঘের উদ্বেগ প্রকাশ ভারতের

নাশকতার লক্ষ্যে পাক হাতিয়ার ড্রোন, রাষ্ট্র সংঘের উদ্বেগ প্রকাশ ভারতের

নিউ ইয়র্ক:  তথ্য ও প্রযুক্তির অপব্যহার করে যে ভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া হচ্ছে, সোমবার তার বিরুদ্ধে রাষ্ট্র সংঘে উদ্বেগ প্রকাশ করল ভারত৷ পাশাপাশি সন্ত্রাসবাদের লক্ষে যে ভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে, সে বিষয়েও রাষ্ট্র সংঘের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ এছাড়াও পাকিস্তান যে ভাবে মিথ্য খবর রটাচ্ছে, এদিন তার তীব্র নিন্দা করে ভারত৷ 

আরও পড়ুন- ২,৮০০ টাকার খাবার খেয়ে ১১ লক্ষ টাকা টিপস!

রাষ্ট্র সংঘে সন্ত্রাসবাদ বিরোধী এজেন্সিগুলির প্রধানদের নিয়ে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) ভিএসকে কৌমুদি বলেন, ‘‘স্বল্প খরচে সহজলভ্য হয়ে উঠেছে ড্রোন৷ যার জেরেই ড্রোনের সাহায্যে জঙ্গিরা অস্ত্র, বিস্ফোরক সরবরাহ করে নাশকতার ছক কষছে৷ যা গোটা বিশ্বে নিরাপত্তা সংস্থাগুলির কাছে হুমকি ও চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷’’ কৌমুদি আরও বলেন, ‘‘সামরিক ও বাণিজ্যিক সম্পদের উপর আঘাত হানতে যে ভাবে অস্ত্রবাহী ড্রোনের ব্যবহার চলছে, তার উপর সদস্য দেশগুলিকে আরও গুরুত্ব দিতে হবে৷’’  

আরও পড়ুন- সেরা ভুঁড়িওয়ালা পুরুষের মাথায় ওঠে শিরোপা, জানেন কোথায়?

এছাড়াও মিথ্যা বক্তব্য ও ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে পাক প্রতিনিধিদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন কৌমুদি। তিনি আরও বলেন, যারা তাদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যচার চালায়, যারা নিরাপত্তহীনতায় ভোগে, যারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে, সে দেশের প্রতিনিধিদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যেতে পারে৷ কৌমুদির কথায়, গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির (সিজিটিএস) সপ্তম পর্যালোচনা সম্পন্ন হয়েছে৷ এবং পাকিস্তানের মিথ্যা বর্ণনাকে গুরুত্বই দেয়নি রাষ্ট্র সংঘের সদস্যরা৷ পাকিস্তানের ভূখণ্ডে যে সক্রিয় সন্ত্রাসবাদ রয়েছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলা উচিত আন্তর্জাতিক মহলের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =