২,৮০০ টাকার খাবার খেয়ে ১১ লক্ষ টাকা টিপস!

২,৮০০ টাকার খাবার খেয়ে ১১ লক্ষ টাকা টিপস!

লন্ডন: খাবারের বিলের চেয়েও টিপসের অঙ্ক বেশি, এও সম্ভব! না, একেবারেই কোনও বাজে কথা নয়৷ সত্যি ঘটনা৷ না, এমনটা আগে কখনও না ঘটলেও, এবার ঘটল৷ তবে এদেশে নয়, সুদূর বিলেতে।

লন্ডনের নিউ হ্যাম্পশায়ারের এর হোটেলে এক খদ্দের এমনই আশ্চর্য ঘটনা ঘটালেন। একটি রেস্তোরাঁ কাম বারে মাত্র ৩৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২,৮০০ টাকার বিল মিটিয়ে ১৬,০০০ ডলার মানে ভারতীয় মুদ্রায় ১১.৮৬ লক্ষ টাকা বকশিশ রেখে গেলেন এক ব্যক্তি! কাজে ব্যস্ত থাকায় প্রথমে টিপসের পরিমাণটা বারটেন্ডার খেয়ালই করেননি। সেই সময় ওই ব্যক্তি ‘পুরোটা যেন এক জায়গায় খরচ করে ফেলবেন না’, বলে উঠে পড়েন। তাঁর কথা শুনে বারটেন্ডার মহিলা তাকিয়ে দেখেন অনেক টাকা টিপস। এরপরেই তিনি ঘাবড়ে যান৷ এত বেশি টাকা বকশিশ নিতে পারবেন না বলেও জানিয়ে দেন। কিন্তু সেই ব্যক্তি তাঁকে টাকাটা রাখতে বলেন।

এই বিপুল অঙ্কের বকশিশ দেখে রেস্তোরাঁর মালিক সহ সংশ্লিষ্ট সকলে হতচকিত হয়ে যান৷ তবে খুশিও হন। স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল নামের ওই রেস্তোরাঁর মালিক মাইক জারেলা সেই বিলটির ছবি শেয়ারও করেছেন ফেসবুকে। সঙ্গে ধন্যবাদ জানাতেও ভোলেননি খদ্দেরটিকে৷ ফেসবুকে ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘দারুণ এক দিল দরিয়া খদ্দের আমরা পেয়েছিলাম। আপনার উদারতার জন্য আপনাকে ধন্যবাদ।’ সংবাদমধ্যমে বলেন, ‘উনি বারে এসে এক গ্লাস বিয়ার ও চিলি চিজ হট ডগ অর্ডার করেন। পরে আরও একটি ড্রিঙ্ক ও পিকল চিপস খান। সাড়ে তিনটে নাগাদ বিল চান৷ বারটেন্ডার বিল দিলে এই বিপুল অঙ্কের টাকা বকশিশ দেন তিনি।’

টিপসের  ওই টাকা ১২ জন বারটেন্ডার ও কিচেন কর্মীদের মধ্যে ভাগও করে দেন রেস্তোরাঁর মালিক। এরপর শনিবারও ওই বিরল খদ্দের আবারও সেখানে খেতে এসেছিলেন বলে জানান রেস্তোরাঁর মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =