কাঁটা তারে ঝুলছে শিশু, গেট ধরে কাঁদছেন মহিলারা, চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে

কাঁটা তারে ঝুলছে শিশু, গেট ধরে কাঁদছেন মহিলারা, চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে

কাবুল: তালাবানি তাণ্ডবে দিশেহারে গোটা আফগানিস্তান৷ দেশ ছেড়ে পালানোর মরিয়া প্রচেষ্টা নাগরিকদের৷ বিমানবন্দর যেন রণক্ষেত্রের রূপ নিয়েছে৷ পাঁচিলের বাইরে লাখো মানুষের ভিড়৷ সকলের একটাই প্রার্থনা, বিমান এসে উদ্ধার করুক তাঁদের৷ কিন্তু এরই মধ্য ভুল বোঝাবুঝিতে চরম বিশৃঙ্খলা তৈরি হল কাবুল বিমানবন্দরে৷ রক্তে রাঙা হল বিমানবন্দরের কাঁটাতার৷ 

আরও পড়ুন- ভারতীয়দের এয়ারলিফটে নয়া কৌশল দিল্লির, ঘরে ফেরার অপেক্ষায় বহু যুবক

ফের এক দুর্বিষহ যন্ত্রণার সাক্ষী থাকল কাবুল বিমানবন্দর৷ ভুল খবরে তৈরি হল চরম বিশৃঙ্খলা৷ গেট বন্ধ থাকায় শুরু হল কাঁটাতার পেরিয়ে বিমানবন্দরে ঢোকার হুড়োহুড়ি৷ শুক্রবার বিকেলে একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, যাঁরা বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বা যাঁরা সেখানে পৌঁছতে পারবেন তাঁদের এয়ারলিফট করবে মার্কিন সেনাবাহিনীর বিমান৷ এই খবর চাউর হতেই কাবুলের প্রচুর মানুষ শেষ সম্বল আঁকড়ে ছোটেন বিমানবন্দরের দিকে৷ আর এতেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়৷ 

এদিকে, তালিবান বিমানবন্দর কব্জা করার চেষ্টা করার পরেই নিরাপত্তার দায়িত্ব নেয় মার্কিন সেনা৷ বিশৃঙ্খলা রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে প্রবেশের সমস্ত পথ৷ চলেছে গুলিও৷ অন্যদিকে, তালিবানের হাত থেকে বাঁচতে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসহায় মানুষ৷ সকলেই চাইছে নিরাপদ আশ্রয়৷ শুরু হয়েছে চরম হুড়োহুড়ি৷ এরই মাঝে পড়ে গেট ধরে হাউ হাউ করে কাঁদছেন মহিলারা৷ পুরুষরা চেষ্টা চালাচ্ছেন কাঁটা তার টপকে ভিতরে ঢুকতে৷ এমনকী অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সন্তানদের বাঁচাতে মায়েরা তাঁর সন্তানদের ছুড়ে দিচ্ছে কাঁটাতারের ওপারে৷ এরই মধ্যে কাঁটা তারে আটকে যায় কাপড় জড়ানো কিছু শিশু৷ 

আরও পড়ুন- গান-বাজনা আর নয়! তালিবানি রাজত্বে সংকটে আফগান মহিলা শিল্পীদের অস্তিত্ব

অভিযোগ বহু বিমান খালি বা স্বল্প সংখ্যক বিদেশিকে নিয়ে ফিরে যাচ্ছে৷ ব্রিটেনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে অভিভাবক ছাড়া শিশুদের বিমানে তোলা হবে না৷ অন্যদিকে, মার্কিন নাগরিকদের উদ্ধার করতেই ব্যস্ত হয়ে পড়েছে আমেরিকা৷ মার্কিন সেনা জানিয়েছে, বিমানবন্দরের বাইরেই রকেট লঞ্চার ও অন্যান্য অস্ত্র নিয়ে উপস্থিত রয়েছে তালিবান৷ তাই আফগান নাগরিকদের জন্য বিমান পাঠানো হলেও তা ঠিক ভাবে অবতরণ করতে পারছে না৷ ঝুঁকি নিয়েই বিমান ওঠানামা করছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *