‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর পরিস্থিত’, আফগানিস্তানে বাইডেনের পদক্ষেপে কটাক্ষ ট্রাম্পের

‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর পরিস্থিত’, আফগানিস্তানে বাইডেনের পদক্ষেপে কটাক্ষ ট্রাম্পের

ওয়াশিংটন: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ এবার মুখ খুললেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বাইডেনের ব্যাপক সমালোচনা করলেন তিনি৷ ফক্স নিউজে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘‘এটা খুব ভালো বিষয় যে আমরা বেরিয়ে আসছি৷ কিন্তু এত খারাপ ভাবে সেনা প্রত্যাহার জো বাইডেনের আগে কেউ করেননি৷’’ তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, দেশের ইতিহাসে এটা সবচেয়ে বিব্রতকর ঘটনা৷’’ 

আরও পড়ুন- Taliban-Northern Alliance: জনতার প্রতিরোধে বেসামাল তালিবান! কড়া প্রত্যাঘাত

মার্কিন সেনা প্রত্যাহারের পরেই রবিবার তালিবানরা কাবুল দখল করে৷ সোমবার কাবুল বিমানবন্দরে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা৷ বাইডেন প্রশাসনের তরফে বলা হয়, কাবুল বিমানবন্দর সুরক্ষিত৷ কয়েক হাজার আমেরিকানকে সুষ্ঠ ভাবে ফিরিয়ে আনা হচ্ছে৷ কিন্তু ৪০ হাজার ‘সম্ভাব্য বন্দি’ এখনও সে দেশে রয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্পের৷ তিনি আরও বলেন, ‘‘আফগানিস্তান তথা মধ্যপ্রাচ্যে যাওয়াটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। আমি জানি বুশ পরিবার খুশি হবে না। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল যখন আমরা মধ্যপ্রাচ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

আরও পড়ুন- ‘চটি ছেড়ে বুট গলানোর সুযোগটুকু পাইনি’, দাবি ‘খালি হাতে’ পালানো গনির

ট্রাম্প আরও বলেন, ‘‘আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মার্কিন সেনা বাহিনীর খারাপ নজির তৈরি করেছে৷’ প্রসঙ্গত, ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ তিনি শীর্ষ তালিবান নেতাকে বলেছিলেন, যদি কোনও আমেরিকান ক্ষতিগ্রস্ত হয় “আমরা আপনাকে এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কোন দেশকে আঘাত করা হয়নি।” বাইডেন তাঁর সেই সিদ্ধান্তকেই রক্ষা করেছেন৷ তবে আফগান সরকারের পতন যে এত শীঘ্র হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *