‘চটি ছেড়ে বুট গলানোর সুযোগটুকু পাইনি’, দাবি ‘খালি হাতে’ পালানো গনির

‘চটি ছেড়ে বুট গলানোর সুযোগটুকু পাইনি’, দাবি ‘খালি হাতে’ পালানো গনির

কাবুল: তালিবানের হাতে দেশকে তুলে দিয়ে কপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আফরফ গনি৷ বিমান নিয়ে প্রথমে তাজাকিস্তানে আশ্রয় খুঁজেছিলেন তিনি৷ না পেয়ে পৌঁছন ওমানে৷ এর পর থেকে বেপাত্তা ছিলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট৷ বুধবার অবশেষে আরব আমিরশাহী সরকারের তরফে জানানো হয়, তাদের দেশেই রয়েছেন আশরফ গনি৷ এর পর প্রকাশ্যে এসে তিনি যে বিবৃতি দিলেন তা শুনে সকলে রীতিমতো হতবাক৷ ভিডিয়ো বার্তায় গনি বলেন, দেশ ছাড়ার সময় চটি ছেড়ে জুতো টুকু গলানোর সময় পাননি তিনি৷ 

আরও পড়ুন- প্রতিশ্রুতিই সার! আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নরকে বন্দি বানাল তালিবান

এদিন ভিডিয়ো বার্তায় প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আরও বলেন, তিনি দেশে থাকলে তাঁর অবস্থাও প্রাক্তন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মতোই হত৷ তবে তিনি দেশের মানুষের সঙ্গে ‘গদ্দারি’ করেননি৷ নিরাপত্তা বাহিনীর হাতে দেশকে দিয়ে এসেছেন৷ যদিও আফগানিস্তানের মানুষ বলছে তাঁদের অনিশ্চিত জীবন আর অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে পালিয়েছেন প্রেসিডেন্ট৷ জাতির উদ্দেশে ভাষণের আগে ভিডিয়ো বার্তায় গনি আরও বলেন, ‘‘তালিবান আমাকে খুঁজছিল৷ ২৫ বছর আগে যা হয়েছিল তারই পুনরাবৃত্তি হল৷ তবে আমি রক্তপাত চাই না৷ শান্তিপূর্ণভাবেই তালিবানের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছিলাম৷ কিন্তু সেটা সম্ভব হয়নি৷’’ তিনি জানান, রবিবার কিছু মানুষ জোড় করে প্রাসাদে ঢুকে পড়ে৷ তারা স্থানীয় ভাষাতেও কথা বলে না৷ আমি চেয়েছিলাম তালিবানের সঙ্গে সমঝোতা করে দেশ চালাতে৷ কিন্তু কথা বলার সুযোগই দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- ‘অসহ্য’ শিশুদের পার্ক, আগুনে পুড়িয়ে ছাই করে দিল তালিবান

যদিও বিপদের মুখে দেশ ছেড়ে পালানো গনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন৷ শেষমেষ প্রকাশ্যে এসে তিনি কিনা বলেন, এমন অবস্থায় তাঁকে দেশ ছাড়তে হয়েছে যে চটি ছেড়ে বুট পড়ার সুযোগটুকু পাননি তিনি৷ দেশ থেকে কোনও টাকা নিয়ে আসেননি বলেও দাবি তাঁর৷ অথচ প্রাক্তন আফগান প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, দেশ ছাড়ার সময় তিনি চারটি গাড়ি ও একটি কপ্টার ভর্তি টাকা নিয়ে এসেছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =