কাবুল: আফগানিস্তানের মানুষের কপালে হয়তো শান্তি নেই। তালিবান দেশ দখলে নিয়ে নেওয়ার পর আতঙ্ক তো নিত্য সময়ের সঙ্গী হয়েছে তাদের। এবার ভয়ঙ্কর ভূমিকম্প তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর এবং আশেপাশের অঞ্চলে মারাত্মক ভূমিকম্প হয়েছে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের একাংশেও। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০০ জনের, আহত ৬০০-র বেশি। অবশ্যভাবে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন- ‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা
দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূর এই ভুম্পিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে এই কম্পন প্রথম অনুভূত হয়েছে। ওই অঞ্চল ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ, মুলতান, কোয়েটা সহ একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে বলেও জানা গিয়েছে। তবে সবথেকে বেশি মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সেখানেই ২৫০ জনের বেশি মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে নানগারহার ও খোস্ত প্রদেশে। এর আগে গত শুক্রবার পাকিস্তান কেঁপে উঠেছিল। পেশোয়ার, রাওয়ালপিন্ডি সহ একাধিক এলাকায় অনুভূত কম্পনের মাত্রা ছিল ৫। তার তুলনাতেও ভয়ানক কম্পন হয়েছে এবার।