Aajbikel

‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা

 | 
agnibir

নয়াদিল্লি: ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের পোশাকি নাম হবে ‘অগ্নিবীর’। এই প্রকল্পে চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ প্রথম বছর মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে হবে প্রায় ৪৫ হাজার টাকা (চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। অবসরের সময ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে৷ দেখে নেওয়া যাক ‘অগ্নিবীর’ হওয়ার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন৷ চলতি বছর ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে বলে  কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিদ্ধান্ত৷   

•     যোগ্যতা- অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে৷ যে কোনও সম্প্রদায়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন৷


•   বয়স- আবেদনকারীর বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে৷ তবে ১৮ বছরের নীচে আবেদনকারীদের ফর্মে পিতা-মাতা বা অভিভাবকের সাক্ষর প্রয়োজন৷ নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরীক মানদণ্ড নির্ধারণ করবে ভারতীয় বায়ুসেনা৷


•     সাংগঠনিক স্বার্থে অগ্নবীরদের কোন দায়িত্ব অর্পণ করা হবে, তা বিবেচনার ভিত্তিতে নির্ধারণ করবে আইএএফ৷


•    ইউনিফর্ম- তারুণ্যের গতিশীলতাকে উৎসাহিত করতে এবং তাকে স্বীকৃতি দিতে অগ্নিবীরদের উর্দিতে স্বতন্ত্র চিহ্ন থাকবে৷ তাঁদের পোশাকের রং ভারতীয় সেনার উর্দির মতোই হবে৷ তবে চিহ্নিতকরণের জন্য থাকবে পৃথক ব্যাজ ও পৃথক রঙের ‘ইনসিগনিয়া’৷


•    সম্মান ও পুরস্কার- অগ্নিবীররা ভারতীয় সেনা জওয়াবদের মতোই সম্মানের অধিকারী হবেন৷ তাঁরা পুরস্কারও পাবেন৷ 


•    ট্রেনিং- এনরোল্ড হওয়ার পর সংগঠনের প্রয়োজনমতো অগ্নিবীরদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ 


•    ছুটি- জরুরি অবস্থা সাপেক্ষে অগ্নিবীরদের ছুটি মঞ্জুর করা হবে৷ মোট বার্ষিক ছুটি- ৩০ দিন। অসুস্থতাজনিত ছুটি মিলবে ডাক্তারি পরামর্শের ভিত্তিতে।


•    মেডিকেল এবং সিএসডি সুবিধা- আইএএফ-এর সঙ্গে যুক্ত থাকার সময়  অগ্নিবীররা এখানে চিকিৎসার সুবিধা পাবেন৷ 


•   বিশেষ ফান্ড- অগ্নিবীরদের জন্য নন-ল্যাপসেবল ডেডিকেটেড 'অগ্নিবীর কর্পাস ফান্ড’ তৈরি করা হবে৷ এই তহবিলটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের৷ প্রত্যেক অগ্নিবীরকে তাঁর মাসিক আয়ের ৩০% 'অগ্নিবীর কর্পাস ফান্ডে' রাখতে হবে৷ সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সমতুল্য সুদের হার প্রদান করবে৷

•    জীবন বিমা- কর্তব্যরত অবস্থায় কোনও অগ্নিবীর আহত বা নিহত হলে তিনি বা তাঁর পরিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর এক জন সদস্যের সমান ক্ষতিপূরণ, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন। সেই সঙ্গে তাঁরা কর্মরত অবস্থায় ৪৮ লক্ষ টাকার বিমাও পাবেন৷ 


•     'অগ্নিবীর' দক্ষতা সার্টিফিকেট- মেয়াদ শেষে অগ্নিবীরদের একটি স্কিল সার্টিফিকেট প্রদান করা হবে৷  
 

Around The Web

Trending News

You May like