অভিধানে ক্ষমা নেই! ফের প্রেসিডেন্ট হলেও টুইটারে কখন ফিরতে পারবেন না ট্রাম্প

অভিধানে ক্ষমা নেই! ফের প্রেসিডেন্ট হলেও টুইটারে কখন ফিরতে পারবেন না ট্রাম্প

a9b04bb244e6860197e949370fe96a7b

নিউ ইয়র্ক: গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অপসারণের পর এখন হোয়াইট হাউসের মসনদ ডেমোক্র্যাট দলনেতা জো বাইডেনের দখলে। কিন্তু ভোট বাক্স তাঁর বিপক্ষে গেলেও বরাবরই হার মানতে নারাজ ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। দিয়েছিলেন ফিরে আসার বার্তাও। তিনি মসনদে আবার ফিরবেন কি না তা অবশ্য বলবে সময়, কিন্তু ট্যুইটারে আর ফেরা হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের।

আরও পড়ুন-  “সেনাকে ক্ষমতা ছাড়তেই হবে”, মায়ানমারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগের হুমকি বাইডেনের

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার থেকে বরাবরের জন্যেই নির্বাসিত হয়েছেন মার্কিন মুলুকের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এদিন সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন ট্যুইটারের প্রধান কর্মকর্তা। তিনি জানিয়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে কখনো ফের প্রেসিডেন্ট হয়েও ফিরে আসেন মার্কিন মুলুকের মসনদে, তবুও তাঁর আর ট্যুইটারে প্রবেশাধিকার থাকবে না। কারণ একবার যাঁকে সরিয়ে দেওয়া হয়, তিনি ট্যুইটারের নিয়ম অনুযায়ী আর কখনো সেখানে ফিরতে পারেন না। ট্যুইটার কর্মকর্তা নেড সেগাল এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের এখান থেকে একবার কাউকে বাদ দেওয়া হলে তিনি সংস্থার প্রধান কর্মকর্তা হলেও, সাবেক কর্মচারী হলেও আর তাঁকে ফেরানো হয় না। এটাই আমাদের নীতি।” অর্থাৎ এককথায় ট্যুইটারের অভিধানে ‘ক্ষমা’ নেই।

আমেরিকা ভিত্তিক সোশ্যাল মিডিয়া ট্যুইটারের কর্মকর্তা নেড সেগাল এদিন আরো বলেন, হিংসাত্মক কিংবা উস্কানিমূলক প্ররোচনা ঠেকানোর জন্যেই কঠোরভাবে নীতি প্রস্তুত করেছেন তাঁরা। আর তাই এমন অপরাধের আর কোনো ক্ষমা নেই।

আরও পড়ুন- দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তীব্র ভূমিকম্প, জারি সুমানি সতর্কতা

উল্লেখ্য, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের মতোই সোশ্যাল মিডিয়া বিশেষত ট্যুইটারে অত্যধিক সক্রিয় ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক পোস্টের অভিযোগ উঠতে থাকে। অবশেষে গত ৬ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আয়োজনের মাঝে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দুষ্কৃতীরা হামলা চালালে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গুরুতর হয়ে ওঠে। হিংসা ছড়ানোর অভিযোগে ট্যুইটার থেকে ব্লক করা হয় তাঁর অ্যাকাউন্ট। জানা গেছে বাতিল করার আগে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল ৮ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *