‘করোনার ভ্যাকসিন আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ’

‘করোনার ভ্যাকসিন আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ’

নিউ ইয়র্ক: সারা বিশ্বের আকাশে আজ কোভিডের কালো ছায়া৷ এই পরিস্থিতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ বিষয় হল ভ্যাকসিনের আবিষ্কার৷ ব্যাকটিরিওলজির অধ্যাপক হুগ পেনিংটন মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা আবিষ্কারের মতোই সম্ভাব্য কোভিড -১৯ ভ্যাকসিনের আবিষ্কার তাত্পর্যপূর্ণ৷ 

আরও পড়ুন- তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০% সফল করোনা ভ্যাকসিন! আশা দেখাল মার্কিন সংস্থা

পেনিংটন বলেন, বোমা আবিষ্কারের পথে নিয়ে গিয়েছিল৷ পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ব্যবহার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গী যেমনই হোক না কেন, হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা বিস্ফোরণে মার্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল ২ লক্ষ মানুষের৷ একথা অস্বীকার করার উপায় নেই যে হিরোশিমা ও নাগাসাকির উপর বোমা নিক্ষেপ করা না হলে এই দ্বন্দ্ব অব্যাহত থাকত৷ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আরও দুর্দশার শিকার হত৷ হাজার হাজার সেবাকর্মী ও সাধারণ মানুষ মারা যেত৷ 

আরও পড়ুন- ৬২ দিন ধরে ছিলেন কোমায়, প্রিয় খাবারের নাম শুনেই উঠে বসলেন রোগী!

 হুগ পেনিংটন মনে করেন, সম্ভাব্য কোভিড ভ্যাকসিন মানুষের জীবন বাঁচাতে এবং দুর্ভোগ কমাতে পরমাণু বোমার মতই তাৎপর্যপূর্ণ৷ উভয় ক্ষেত্রেই গবেষকরা প্রাথমিক বিজ্ঞানটি বুঝতে পেরেছিল৷ কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন যখন ভারসাম্যহীন অবস্থায় ঝুলে রয়েছে, তখন দ্রুত ফলাফল জানানো প্রয়োজন হয়৷ ভ্যাকসিন নিয়ে শুরু থেকে যতদূর এগোনো গিয়েছে, তা এক কথায় অনস্বীকার্য৷ নয়া ভ্যাকসিনটি ৯০ শতাংশ ক্ষেত্রে প্রাথমিক সুরক্ষা প্রদান করবে বলে আশা করা হচ্ছে৷ তবে সংকট যে এখনও কাটেনি তা ভুললে চলবে না৷ এখনও ভ্যাকসিনগুলি প্রাথমিক পর্যায়েই রয়েছে৷ ট্রায়াল চলছে৷ চূড়ান্ত ফল এখনও হাতে আসেনি৷ তিনি আরও বলেন, আমরা নতুন ভ্যাকসিনের জন্য কিছু রেগুলেটরি অনুমোদনের (মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্যে) বাইরে আছি। তবে  আমেরিকায় নতুন যে ভ্যাকসিনটি আবিষ্কার হয়েছে, তা দুটি কারণে তাৎপর্যপূর্ণ৷ প্রথমত এটি কার্যকর বলে মনে করা হচ্ছে এবং দ্বিতীয়ত, এখনও পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও খবর নেই৷ তবে কতদিন এই ভ্যাকসিনের প্রভাব কার্যকর থাকবে তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =