বিরাট ভূমিকম্পেও কিছু হবে না! ‘বাঙালি’ অর্থে তৈরি পদ্মা সেতু সত্যিই স্বপ্নের মতো

বিরাট ভূমিকম্পেও কিছু হবে না! ‘বাঙালি’ অর্থে তৈরি পদ্মা সেতু সত্যিই স্বপ্নের মতো

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি সাধন করতে বাংলাদেশে উদ্বোধন হয়েছে পদ্মা সেতুর। বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে এমন পদ্মা-সেতুর উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অনেক আগে থেকেই এই সেতু নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ ছাড়াও বিশ্ব দরবার অপেক্ষা করছিল এই সেতু সম্পর্কে জানার। অবশেষে সেই সকল তথ্য সামনে এসেছে, যা পদ্মা সেতুকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে।

আরও পড়ুন- ‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা

তথাকথিত নাম ‘ফ্রিকশন পেন্ডুলাম’ এমন ধরনের প্রায় ৯৬ সেট বিয়ারিং বসানো হয়েছে এই সেতুতে। এক একটি বিয়ারিঙয়ের ওজন প্রায় ২৫ টন। এক সেট বিয়ারিং ন্যূনতম ১০ হাজার টন ওজন বহন করতে সক্ষম বলে জানা গিয়েছে। চমকপ্রদ বিষয় হল, এর আগে বিশ্বের আর কোনও সেতুতে এমন বিয়ারিং ব্যবহৃত হয়নি।  বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে প্রায় ৮ মাত্রার ভূমিকম্পেও এই সেতুর কিছু হবে না। এছাড়াও এই সেতু তৈরিতে ব্যবহার করা হয়েছে আড়াই লক্ষ টনের বেশি সিমেন্ট, প্রায় ৯০ হাজার টন লোহার রড। বালি লেগেছে সাড়ে ৩ লক্ষ টন। এই সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশী মুদ্রা, তাও কোনও বিদেশি লগ্নি ছাড়াই। পুরো খরচ বহন করেছেন বাংলাদেশ সরকার।

এই সেতুর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার মানুষ সহজেই ঢাকায় পৌঁছতে পারবেন। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং এটি দ্বিতল। এর একতলাতে চলবে বাস, গাড়ি এবং যানবাহন এবং অপর তলায় চলবে ট্রেন। এই সেতুর ডিজাইন তৈরি হয়েছিল ২০০৮ সালে। আজ সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে দেখা গিয়েছে আনন্দ অশ্রু। তাঁর কথায়, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হয়েছে আজ। অনেক ষড়যন্ত্র ছিন্ন করে শেষ পর্যন্ত পদ্মা সেতু উদ্বোধন করতে পারা গিয়েছে। এর সঙ্গে হাসিনার বক্তব্য, ‘আমরা আগেও মাথা নত করিনি। এরপরেও কখনো করবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *