সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আরও ভয়ংকর হয়েছে: গ্লোবাল ইনডেক্স

সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আরও ভয়ংকর হয়েছে: গ্লোবাল ইনডেক্স

নিউ ইয়র্ক: সারা বিশ্বকে গ্রাস করেছে মারন করোনা ভাইরাস৷ মৃত্যুর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ মিলিয়নের কাছাকাছি৷ এই পরিস্থিতির জন্য বিভিন্ন দেশের সরকারের নীতিকেই দায়ী করল অ্যাডভোকেসি গ্রুপ৷ তাঁদের কথায় বাম দেশগুলির বৈষম্য হ্রাসকারী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা, করোনা পরিস্থিতিতে তাদের দুর্ভাগ্যজনকভাবে অপ্রস্তুত অবস্থার মধ্যে ফলেছে৷    

আরও পড়ুন- যুদ্ধ নয়, শান্তি চাই! রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আর্মেনিয়া, আজেরবাইজন

বৈষম্য সূচক হ্রাসের ভিত্তিতে অক্সফাম ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভলপমেন্ট ফিনান্স ইন্টারন্যাশনাল (ডিএফআই) প্রতি বছর ১৫৮টি দেশের অবস্থান ঘোষণা করে৷ মোট তিনটি বিষয়ের উপর তৈরি হয় এই তালিকা৷ জন সেবায় সরকারের বিনিয়োগ (অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা), প্রগতিশীল কর নীতি এবং শ্রমিকদের অধিকার৷ রিপোর্ট বলছে, করোনা প্যান্ডেমিকের আগে গড়ে ছটি দেশের মধ্যে মাত্র একটি দেশ বাজেটে প্রস্তাবিত ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করেছে৷ অ্যাডভোকেসি গ্রুপ জানাচ্ছে, ‘‘১০৩টি দেশে তিনজন শ্রমিকের মধ্যে অন্তত একজন শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ছিল না৷ কেবলমাত্র ৫৩টি দেশে বেকারত্ব ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক সুরক্ষা ব্যবস্থা ছিল৷ কিন্তু সারা বিশ্বে সমগ্র শ্রমিকের মাত্র ২২ শতাংশ রয়েছে এই ৫৩টি দেশে৷’’

অক্সফামের অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী পরিচালক চেমা ভেরা বলেন, ‘‘সমতা রক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অর্থ বিশ্বের অধিকাংশ দেশই এই অতিমারী মোকাবিলার জন্য তারা প্রস্তুত ছিল না৷’’ বিশ্বের কোনও দেশই অসমতা দূর করার জন্য কঠোর পরিশ্রম করেনি৷ যে কোনও সংকটের বোঝা কাঁধে নিয়ে বয়ে বেরিয়েছে সাধারণ মানুষ৷ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র আর ক্ষুধার দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ মৃত্যু হয়েছে অগণিত মানুষের৷’’ বৈষম্য হ্রাস করার ক্ষেত্রে যে দশটি দেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে, তারা হল- হাইতি, গিনি-বিসাউ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ওমান, ভানুয়াতু, লাইবেরিয়া, চাদ, বাহরাইন, নাইজেরিয়া এবং দক্ষিণ সুদান৷ 

আরও পড়ুন- ক্ষুধার বিরুদ্ধে লড়াইকে সম্মান, নোবেল শান্তি পুরস্কার পেল ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’

অন্যদিকে, শ্রমিক অধিকার রক্ষায় ভারত সরকারের ব্যর্থতার প্রমাণ দিয়েছে অক্সফামের কমিটমেন্ট অফ রিডিউসিং ইনইকুয়ালিটি ইনডেক্স (সিআরআইআই) এর রিপোর্ট৷ তাদের রিপোর্ট অনুযায়ী শ্রমিক স্বার্থ রক্ষায় ১৫৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১৷ এর আগে ১৫৮টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১৪১ নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =