১০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স টিকটকে, অনলাইন সেনসেশন ১৬-র এই কিশোরী

১০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স টিকটকে, অনলাইন সেনসেশন ১৬-র এই কিশোরী

নিউইয়র্ক: আমেরিকান টিনেজার চার্লি গ্রেস ডি’অ্যামিলিয়ো এখন অনলাইন সেনসেশন৷ কিন্তু কেন জানেন কি? ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকে ১৬ বছরের এই নৃত্যশিল্পীর ১০০ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে৷ চার্লিই প্রথম ব্যক্তি, যাঁর এই বিপুল সংখ্যক ফলোয়ার্স রয়েছে টিকটকে৷ 

আরও পড়ুন- ৩৫ থেকে সোজা ২! গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনীতম মাস্ক

চার্লি বরাবরই টিকটকের বড় তারকা৷ তিনি একইভাবে ইনস্টাগ্রামেও জনপ্রিয়৷ সেখানেও ৩৩.৮ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর৷ Fortune’s 40 Under 40 ২০২০ তালিকায় জায়গা করে নিয়েছেন এই কিশোরী৷ টিকটকে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী হিসাবে উঠে এসেছে তাঁর নাম৷ উল্লেখ্য, চলতি বছরেই একটি অ্যানিমেটেড ছবি স্টারগড এবং টার্বোক্যাটে ভয়েস দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছিল তাঁর৷ এছাড়াও নেইলপলিশ কালেকশন, মেকআপ লাইন এবং সোয়েটশার্ট কালেকশনের জন্যই বেশ বিখ্যাল চার্লি৷ টিকটকে নিজের অনবদ্য নৃত্য পোস্ট করেই সকলের নজর কাড়েন তিনি৷ রাতারাতি পৌঁছে যান খ্যাতির শিখরে৷ ২০১৯ সালের ৩০ মার্চ প্রথম টিকটকে ভিডিয়ো পোস্ট করেন তিনি৷ এই স্বল্প সময়ের মধ্যে ১০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স অর্জন করে নিতে সক্ষম হন এই কিশোরী৷ চার্লির প্রথম বই Essentially Charli: The Ultimate Guide to Keeping It Real প্রকাশিত হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে৷ 

আরও পড়ুন- পাকিস্তানে আবিষ্কৃত ১৩০০ বছরের পুরনো বিষ্ণু মন্দির

প্রসঙ্গত, চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে ভারত সরকার৷ ভারতের বাজারে টিকটক লঞ্চ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল৷ তবে চিন ভারত সংঘর্ষের জেরে এই ভিডিয়ো শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার৷ ভারতের বাজারে পুনরায় ফেরার জন্য চেষ্টা চালাচ্ছে টিকটক৷  তথ্য নিরাপত্তার সমস্ত রকম নিয়ম মেনেই তাঁরা কাজ করার চেষ্টা করেছে বলে খবর৷ ভারতে টিকটক নিষিদ্ধ হলেও কোনও কর্মী ছাঁটাই করেনি সংস্থা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =