৩৫ থেকে সোজা ২! গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনীতম মাস্ক

বিশ্বের ধনীদের তালিকায় সেদিন পর্যন্তও ৩৫ নম্বরে ছিলেন টেসলা, স্পেস এক্স-এর এলন মাস্ক।

45d6a06fada7d767e7163a562cfe7a41

ওয়াশিংটন: সাফল্য হয়তো এটাকেই বলে। বিশ্বের ধনীদের তালিকায় সেদিন পর্যন্তও ৩৫ নম্বরে ছিলেন টেসলা, স্পেস এক্স-এর এলন মাস্ক। এখন সেই ধনীতম ব্যক্তিদের তালিকাতেই মাইক্রোসফট কর্ণধার বিল গেটসকে টপকে গেলেন তিনি! এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি এলন মাস্ক। এক নম্বরে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। 

প্রতি বছরের মত এ বছরও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করে যারা,সেই ‘ ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স ‘ সম্প্রতি এই খবর জানিয়েছে। রিপোর্ট অনুসারে, চলতি বছরে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার ৭৯০ কোটি ডলার, যেখানে বিল গেটসের সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ১২ হাজার ৭৭০ কোটি ডলার।এবছর প্রথম থেকেই এলন মাস্কের টেসলা মোটরের শেয়ারের দাম চড়ছিল। উল্লেখযোগ্য ব্যাপার, করোনাভাইরাস পরিস্থিতির জন্য বিশ্ব অর্থনীতির অত্যন্ত খারাপ সময়ের মধ্যেও এলনের সম্পত্তির পরিমাণ হু হু করে বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স বলছে, এবছরের এলন যেভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, তা বিশ্বের আর কোন ধনী ব্যক্তি পারেননি। এ বছর এলন মাস্ক তাঁর মোট সম্পদ আরও ১০ হাজার ৩০ কোটি ডলার বাড়িয়ে নিতে পেরেছেন। এর মধ্যে টেসলার বাজার মূল্য এখন ৫০ হাজার কোটি ডলার। মাস্কের সম্পদের তিন-চতুর্থাংশই টেসলার শেয়ারের দৌলতে।

উল্লেখ্য, ৮ বছরের ইতিহাসে এই নিয়ে দু’বার নিজের জায়গা থেকে সরে আসতে হয়েছে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসকে। প্রথম বার তাঁর জায়গা কেড়েছিলেন অ্যামাজন কর্তা বেজোস। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এবার গেটস চলে গিয়েছেন তিন নম্বরে, সৌজন্যে এলন মাস্ক। প্রসঙ্গত, বিশ্বের ধনীতম তালিকায় ১০ নম্বরে আছেন ভারতের ধনীতম ব্যক্তি তথা শিল্পপতি মুকেশ অম্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *