৩০০-র বেশি ইলেকটোরাল ভোটে জয়ী হবে ডেমোক্র্যাটরা , প্রত্যয়ী বিডেন

৩০০-র বেশি ইলেকটোরাল ভোটে জয়ী হবে ডেমোক্র্যাটরা , প্রত্যয়ী বিডেন

ওয়াশিংটন: আমেরিকা জুড়ে বদলের হাওয়া৷ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বিডেন৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলেও, আগামীর চিত্র অত্যন্ত স্পষ্ট৷ যে পাঁচটি যুদ্ধক্ষেত্রে ভোট গণনা চলছে, সেখানেও ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বিডেন৷ এদিন দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বিডেন বলেন, আমরা জয়ের পথে এগিয়ে রয়েছি৷ ৩০০-র বেশি ইলেকটোরাল ভোটে জিতে প্রেসিডেন্ট পদে জয়ী হব৷ 

আরও পড়ুন- পুলিশের মুখে থুতু ছিটিয়ে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

এদিন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউজ দখলের দৌড়ে তিনি যে জয়ী হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত৷ জয়ের বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয়ী৷ এপি বলছে, এই মুহূর্তে জো বিডেন জয়ী হয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোটে৷ ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ২১৪ তে৷  অর্থাৎ ২৭০ এর ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী৷ বিডেনের কথায়, ‘‘আমরা চূড়ান্ত ফল হাতে পাইনি ঠিক কথাই৷ কিন্তু সংখ্যা বলছে জয় নিশ্চিত৷ আমরাই জিততে চলেছি৷’’ 

শুক্রবার রাতে সংক্ষিপ্ত ভাষণে বিডেন বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় কী হয়েছে দেখুন৷’’ যে পাঁচটি জায়গায় গণনা এখনও চলছে, সেখানেও এগিয়ে রয়েছেন তিনি৷ এদিন বিডেন বলেন, ‘‘নেভাদাতে আমরা এগিয়ে রয়েছি৷ প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে গত ২৪ বছরের মধ্যে এই প্রথম অ্যারিজোনায় আমরা জয়লাভ করেছি৷ চার বছর আগে যে নীল প্রাচীর ভেঙে পড়েছিল, আমরা আবার তা গড়ে তুলব৷ আজ পর্যন্ত সর্বাধিক ভোট পেয়েছি৷ মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে৷ আমরা মানুষের জন্য কাজ করতে প্রস্তুত৷ তিনি বলেন, করোনা অতিমারি থেকে জলবায়ু পরিবর্তন, প্রতিটি ক্ষেত্রে আমরা কাজ করার জন্য প্রস্তুত৷ শুধুমাত্র চূড়ান্ত ফল হাতে পাওয়ার অপেক্ষা৷ 

আরও পড়ুন- মিথ্যের পর মিথ্যে বলছেন ট্রাম্প! বন্ধ করা হল ভাষণের লাইভ টেলিকাস্ট

এই বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ইস্যু ছিল করোনা সংক্রমণ৷ কারণ সারা বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মানুষ রয়েছেন আমেরিকাতেই৷ এদিন বিডেন বলেন, ক্ষমতা হাতে পাওয়ার দিন থেকেই শুরু হবে করোনা বিরুদ্ধে আমাদের লড়াই৷ ইতিমধ্যেই জনস্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে৷ পাশাপাশি দেশের অর্থনীতির হাল ফেরানোটাও বড় চ্যালেঞ্জ৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =