মিথ্যের পর মিথ্যে বলছেন ট্রাম্প! বন্ধ করা হল ভাষণের লাইভ টেলিকাস্ট

হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক: প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা গোটা আমেরিকা জুড়ে। হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অবশ্য নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসার আগেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন মার্কিন রাষ্ট্রপতি। এই প্রেক্ষিতেই ভাষণ দিচ্ছিলেন তিনি। কিন্তু একের পর এক মিথ্যা কথা বলার অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্পের ভাষণের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিল আমেরিকার একাধিক টিভি চ্যানেল! ঘটনায় আরো চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকা তথা বিশ্বজুড়ে।

এমএসএনবিসি, এবিসি নিউজ এবং এনবিসি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভাষণের লাইভ টেলিকাস্ট মাঝপথে বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, একের পর এক মিথ্যে অভিযোগ করে চলেছেন ট্রাম্প, যার কোনো ভিত্তি নেই। এমনকি তাঁর কোনও মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। সেই প্রেক্ষিতেই ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এমএসএনবিসি চ্যানেলের সঞ্চালক জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলছেন যেগুলি সংশোধন করে দিতে হচ্ছে তাদের। এই প্রেক্ষিতে বাধ্য হয়ে তার ভাষণের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে সিএনএনের সঞ্চালক জানাচ্ছেন, প্রত্যেক আমেরিকাবাসী শুনতে পাচ্ছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে অভিযোগ করছেন। সব ভোট নাকি চুরি করা হয়েছে, এর ভিত্তিতে কোন প্রমাণ এখনো দিতে পারেননি তিনি, দিতে পারবেন বলেও মনে করছেন না তারা।

প্রসঙ্গত, আমেরিকার বেশিরভাগ প্রদেশের গণনা প্রায় শেষ। লড়াই হাড্ডাহাড্ডি হলেও রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কিছুটা অনুকূল পরিস্থিতিতে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। গত দু’দিন ধরে চলছে নির্বাচনের ভোট গণনা। আজ, চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ম্যাজিক ফিগার অর্থাৎ ২৭০ টি আসন থেকে মাত্র ৬ টি আসুন পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দখলে গিয়েছে ২১৪ টি আসন। এখন জর্জিয়া এবং ফিলাডেলফিয়ায় ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বিডেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =