ওয়াশিংটন: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা৷ নানা ভাবে মস্কোকে শায়েস্তা করার কৌশল নিয়েছে হোয়াইট হাউস৷ এরই মধ্যে ফের মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বোমা ফাটালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ তাঁর দাবি, পুতিন তাঁর বেশ কিছু পরামর্শদাতাকে গৃহবন্দি করে করেছেন৷ নিজেও গা ঢাকা দিয়ে থাকতে পারেন৷
আরও পড়ুন- সৌরঝড় কী? পৃথিবীর উপর এর প্রভাব কতখানি?
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কটাক্ষের সুরে বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যে ঘোষণা করেছে, তা নিয়ে তাঁর ঘোরতর সন্দেহ ও সংশয় আছে। একইসঙ্গে বাইডেন বলেন, ‘‘উনি (পুতিন) হয়তো নিজেও কোনও গোপন আস্তানায় চলে গিয়েছেন। ওঁর কয়েক জন উপদেষ্টাকে হয় বরখাস্ত করা হয়েছে, নয়তো তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে।’’
বাইডেনের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে নানা কথা কানে এসেছে তাঁর৷ আপাতত সে সব বিষয়ে কিছু বলতে চান না তিনি৷ মার্কিন প্রেসিডেন্ট এও জানান, কিয়েভ-সহ ইউক্রেনের বেশ কিছু জায়গা থেকে সেনা কমানোর ঘোষণা করা হয়েছে ঠিকই৷ কিন্তু তার কতটা বাস্তবায়ন হচ্ছে বা আদৌ হবে কিনা, তা নিয়েও তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে৷
বাইডেন মনে করেন, কিছু জায়গায় সেনা নিয়ন্ত্রণ করলেও ডনবাস অঞ্চলে আক্রমণ আরও বাড়িয়ে তুলবে রাশিয়া৷ তাঁর কথায়, ‘‘কিয়েভ থেকে সেনা সরছে কিনা, এখনই তা হলফ করে বলা যাবে না৷ বরং পুতিন যে ডনবাসে আরও বেশি সংখ্যক সেনা পাঠাচ্ছেন, সেই প্রমাণ মিলেছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>