শেষ ৪২ দিনে তিন গুণ বৃদ্ধি! করোনা নিয়ে আবারও সতর্ক করছে WHO

শেষ ৪২ দিনে তিন গুণ বৃদ্ধি! করোনা নিয়ে আবারও সতর্ক করছে WHO

জেনেভা: করোনা ভাইরাস যে পুরোপুরি চলে যায়নি তা আগে থেকেই বলে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঝে বিশ্ব জুড়ে কোভিডের দাপট কিছুটা কমে যাওয়ায় অনেকেই মনে করছিল যে ভাইরাস হয়তো চলে যাচ্ছে। কিন্তু তা যে ফিরে আসবে এবং ভয়ানক আকার নিতে পারে সেটা ‘হু’ বলেছিল। এখন ইউরোপের চিত্র দেখে সেটাই মনে হচ্ছে। কারণ তথ্য বলছে, শেষ ৪২ দিনে এই মহাদেশে কোভিড সংক্রমণ তিনগুণ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে দিন দিন।

আরও পড়ুন: কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এই মুহূর্তে গোটা পৃথিবীতে যত করোনা আক্রান্ত রয়েছে তার অর্ধেক ইউরোপে। অত্যন্ত সংক্রামক ওমিক্রন রূপের জন্যই এই মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। অনেকেই আবার ‘লং কোভিডে’ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের চিত্রটা আগের মতো ভয়াবহ হওয়ার দিকে যাচ্ছে। জানা গিয়েছে, রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। তবে ইনটেনসিভ কেয়ারে ভর্তির সংখ্যা তুলনায় কম, যা স্বস্তি দিচ্ছে কিছুটা। এদিকে আবার ‘মারবার্গ’ ভাইরাস নিয়ে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের বলে জানা গিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সম্প্রতি এই ভাইরাসের খোঁজ মিলেছে। জুলাই মাসের শুরুতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়। প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত হতে পারেনি ঘানার রিপোর্ট নিয়ে। তারা ওই দুই আক্রান্তের নমুনা সেনেগালের বিশেষ পরীক্ষাগারে পাঠিয়েছিল। সেখান থেকে পর নিশ্চিত হওয়া যায় যে ওই দুই রোগী ‘মারবার্গ’ ভাইরাসেই আক্রান্ত ছিল। ফলে আতঙ্ক বৃদ্ধি পায়। এই ভাইরাস সম্পর্কে আরও জানা গিয়েছে, এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশের মৃত্যুর সম্ভাবনা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + five =