Aajbikel

কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ

 | 
করোনা আবহে মাঙ্কিপক্সের বাড়বাড়ন্ত, আমেরিকার পর স্পেন-পর্তুগালেও সংক্রমণ

নয়াদিল্লি: মাঙ্কিপক্স আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়েছে বিশ্বজুড়ে। কিছুদিন আগে পর্যন্ত ভারত একটু স্বস্তি পাচ্ছিল বটে কিন্তু এখন দেশেও এই রোগ ধরা পড়েছে। সম্প্রতি কেরলে একজনকে পাওয়া গিয়েছে যে এই রোগে আক্রান্ত। তাই সঙ্গে সঙ্গেই এই রোগ নিয়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এই রোগ নিয়ে। কী ভাবে এই রোগ থেকে দূরে থাকতে হবে তা নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে মমতার সঙ্গে একমত যশবন্ত, একহাত নিলেন কেন্দ্রকে

কেন্দ্রের তরফে জানান হয়েছে, কারোর শরীরে কোনও ক্ষত থাকলে তার থেকে অন্য মানুষকে দূরে থাকতে হবে। এছাড়াও যৌনাঙ্গে ক্ষত থাকলেও বিশেষভাবে সাবধান হতে হবে। পাশাপাশি মৃত বা জীবন্ত যে কোনও বন্য প্রাণী থেকেও দূরে থাকতে বলা হয়েছে। যেমন কাঠবিড়ালি, ইঁদুর। তবে এদের মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ, যারা ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকা। তাদের পরা জামাকাপড়, তোয়ালে, গামছা যাতে কেউ ব্যবহার না করে তার দিকে খেয়াল রাখতেও বলা হয়েছে। এক কথায়, মাঙ্কিপক্স সংক্রমণ ঘটলে কার্যত সেই ব্যক্তিকে কোয়ারেন্টিনে চলে যেতে হবে।

আসলে এই রোগ অন্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। চিকিৎসকদের মতে, সংক্রমিত প্রাণীর ক্ষত, কামড়, লালা থেকে মানুষ আক্রান্ত হতে পারে। যদিও এর ভয়াবহতা স্মলপক্সের তুলনায় কম। জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, কাঁপুনি এই ধরণের উপসর্গ দেখা যায় মাঙ্কিপক্স সংক্রমণ ঘটলে। যেহেতু এই রোগ কার্যত ছোঁয়াচে তাই সংক্রামিত রোগীর সঙ্গে যৌন মিলন বা তার কাছ থেকে ঘুরে এসে গা-হাত-পা ভালো করে না ধুয়ে অন্য কারোর সঙ্গে যৌন মিলন, বা হস্তমৈথুন করতেও নিষেধ করা হচ্ছে।

Around The Web

Trending News

You May like