কিয়েভ: ১১ দিন হয়ে গেলেও যুদ্ধের কোনও বিরাম নেই ইউক্রেনে। রাশিয়ান হামলায় নষ্ট হয়েছে একাধিক স্থাপত্য, রাস্তা, বাড়ি, দোকান আরও কত কী। তিনবার যুদ্ধ বিরতি ডাকা হলেও তেমন একটা লাভ হয়নি। উলটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সেনা অস্ত্র না ছাড়া অবধি যুদ্ধ চলবে। এই আবহেই ফের ইউক্রেনের এক বিমানবন্দর এয়ারস্ট্রাইক করল রাশিয়ান বাহিনী। এক লহমায় মৃত্যু ৯ জনের।
আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের
ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরে এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ভোরেই এই হামলা চালানো হয় এবং ৯ জনের মৃত্যুর পাশাপাশি ১৫ জন গুরুতর আহত হয়েছে বলে খবর। মৃত ৯ জনের মধ্যে ৪ জন ইউক্রেন সেনা এবং ৫ জন সাধারণ মানুষ রয়েছে বলেও খবর পাওয়া যায়। এছাড়াও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ৮ টি রকেট হামলা করেছিল এই বিমানবন্দরে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিমানবন্দরের আশেপাশের বৃহৎ এলাকা কেঁপে ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সকলকে দেশকে অনুরোধ করে জানিয়েছেন যাতে ইউক্রেনে আকাশ কোনও বিমান ওড়ানোর জন্য ব্যবহার না করা হয়। তাতে সমূহ বিপদ। তিনি চান ইউক্রেনকে ‘নো ফ্লাই জোন’ করে দেওয়া হোক।
সকালে ইউক্রেনের মাইকোলভে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়৷ আক্রান্ত ওডেশা শহর৷ খারকিভে বহুতলে জ্বলছে আগুন৷ লুহানস্কে তেলের ডিপোয় আগুন৷ তবে এদিনই মারিপুল এবং সুমি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থার খবর, দিন দু’য়েক আগে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। তাঁদের মধ্যে কথোপকথনের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও রাশিয়ার যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে আমল দিতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তাঁদের অভিযোগ, এর আগে দু’বার মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু প্রতিবারই যুদ্ধ বিরতির মধ্যে হামলা চালিয়েছে পুতিন বাহিনী৷