বিতর্কের শিরোনামে আল আকসা, নতুন করে ইজরায়েলী পুলিশের সঙ্গে প্যালেস্তিনীয়দের সংঘর্ষ

বিতর্কের শিরোনামে আল আকসা, নতুন করে ইজরায়েলী পুলিশের সঙ্গে প্যালেস্তিনীয়দের সংঘর্ষ

জেরুজালেম: বার বার বিতর্কের শিরোনামে উঠে আসছে ইজরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম অধিকৃত আল আকসা মসজিদ। ফের প্যালেস্তিনীয় বিক্ষোভকারীদের সঙ্গে ইজরায়েলের পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। অভিযোগ, রবিবার নামাজের পর আল আকসা মসজিদে ইজায়েলী পুলিশ অভিযান চালায়। সেই সময় প্যালেস্তিনীয়দের বিক্ষোভে ইজরায়েলের পুলিশকে পড়তে হয় বলে জানা গিয়েছে। এর আগে শুক্রবার ইজরায়েলী পুলিশ আল আকসা মন্দিরে হামলা চালায়। ঘটনায় ১৫০ জন প্যালেস্তিনীয় আহত হন। প্রায় ৩০০ জন প্যালেস্তিনীয়কে ইজরায়েলের পুলিশ আটক করে বলে জানা গিয়েছে। শুক্রবার এই ঘটনার পর থেকে প্যালেস্তিনীয় বিক্ষোভকারীরা আল আকসা মন্দিরের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ভিনগ্রহের বাসিন্দাদের সাংকেতিক আমন্ত্রণ নাসার, আতঙ্কে বিজ্ঞানীদের একাংশ

শুক্রবারের আল আকসা মসজিদে ইজরায়েলী পুলিশের অভিযান নিয়ে সরব হয়েছেন বিশ্বের একাংশ। তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরডোগান ঘটনার তীব্র নিন্দা করেছেন। ট্যুইটারে তিনি লেখেন, ‘প্যালেস্তিনীয়দের ওপর ইজরায়েলের পুলিশের হামলার তীব্র নিন্দা করছি। মসজিদের পবিত্রতা রক্ষায় যে কোনও অভিযানের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তুরস্ক সব সময় প্যালেস্তাইনের পাশে রয়েছে।’ অন্যদিকে, পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যের শান্তি কামনা করে বলেন, ‘ইজরায়েলী, প্যালেস্তিনীয় বা অন্য যাঁরা এই পবিত্র শহরে বাস করেন, তাঁরা যেন শান্তি ও সৌন্দর্যের সাক্ষী হতে পারে। একে অপরকে যেন সম্মান জানাতে পারে। এই পবিত্র জায়গাটি যেন সকলের জন্য অবারিত দ্বার থাকে।’

যদিও ইজরায়েলের পুলিশের দাবি, আল আকসা মসজিদ থেকে প্রথমে তাদের ওপর পাথর ছোড়া হয়। তারপরেই তারা অভিযান চালায়। পুলিশের দাবি, শুক্রবার ভোর চারটের সময় কয়শো প্যালেস্তিনীয় মিছিল করে মসজিদে প্রবেশ করে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে হামাসের পতাকা ছিল। এক সময় তারা ইজরায়েলের পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। শুক্রবারের নামাজ শেষ হওয়ার পর ইজরায়েলের পুলিশ মসজিদে প্রবেশ করে। রবার বুলেট ছুঁড়তে থাকে প্যালেস্তিনীয়দের লক্ষ্য করে। মসজিদের ভিতর প্রবেশ করে পুলিশের হামলার ঘটনা অস্বীকার করেছে ইজরায়েলের বিদেশ মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =