যুদ্ধ শুরুর পর এই প্রথমবার মোদী-পুতিন সাক্ষাৎ, যা বললেন প্রধানমন্ত্রী

যুদ্ধ শুরুর পর এই প্রথমবার মোদী-পুতিন সাক্ষাৎ, যা বললেন প্রধানমন্ত্রী

সামারকান্ড: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে আজ দীর্ঘ দিন পর মুখোমুখি এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ হল। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেই মোদী তাঁকে মনে করিয়ে দেন যে, এটি যুদ্ধের সময় নয়। পাল্টা পুতিনও তাঁকে বলেন, ইউক্রেন নিয়ে তাঁর উদ্বেগের কথা তিনি জানেন। এদিকে পূর্ব লাদাখে সংঘাতের পর এই প্রথমবার এক সঙ্গে দেখা গেল মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও।

আরও পড়ুন- বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা! কবে পাচ্ছে অনুমোদন

প্রাথমিকভাবে যে তথ্য জানা গিয়েছে তাতে মদি-পুতিন বৈঠকের বেশিরভাগ হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েই। পুতিন মোদীকে জানিয়েছেন, বিষয়টি দ্রুত শেষ হোক সেটা তারাও চান এবং ইউক্রেন নিয়ে যে ভারত উদ্বিগ্ন সেটাও তিনি খুব ভাল করেই জানেন। একই সঙ্গে, ভারত কোন অবস্থান নিয়েছে যুদ্ধ প্রসঙ্গে তাও তাঁর জানা। পাশাপাশি রাশিয়ান প্রেসিডেন্ট এও বলেছেন যে, আগামী দিনে এই ইস্যুতে যা যা তথ্য আসবে তা তিনি তাঁকে জানাবেন। এদিকে ভ্লাদিমির পুতিনকে মোদী ধন্যবাদও জানিয়েছেন। ইউক্রেনে যে সব পড়ুয়ারা আটকে পড়েছিল, তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে দেওয়ায় ইউক্রেন ও রাশিয়া দুই দেশকেই ধন্যবাদ জানান মোদী।

আরও পড়ুন- অবসরের ৩ বছর পরেও মেলেনি পেনশন, ঝুলন্ত দেহ উদ্ধার ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =