আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত! বাইডেন বললেন, ‘অত্যন্ত দুঃখজনক’

আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত! বাইডেন বললেন, ‘অত্যন্ত দুঃখজনক’

ওয়াশিংটন: আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। এই রায় নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। বিতর্কের আগুন আরও বৃদ্ধি পেয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন এই রায় একবারেই সমর্থন করেননি। তাঁর কথায়, এই রায় মর্মান্তিক ভুল। এই রায় আদতে নারীদের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিয়েছে বলেই মত তাঁর।

আরও পড়ুন- ‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা

মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে এখন জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানিক নয়। গর্ভপাতের অধিকার দেওয়া হবে কি হবে না, তা স্থির করবে স্থানীয় প্রশাসন। এই রায় আসার পরেই জোর সমালোচনা শুরু করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন দাবি করেছেন, স্ত্রী জাতির মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শীর্ষ আদালত যে রায় দিয়েছে তাতে আমেরিকা ১৫০ বছর পিছিয়ে গিয়েছে বলেও তোপ দাগেন তিনি। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে সেদেশের প্রায় লক্ষ লক্ষ মহিলা গর্ভপাত করার আইনি অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন।

১৯৭৩ সালে গর্ভপাত সাংবিধানিক অধিকার বলে রায় দেওয়া হয়েছিল। মহিলাদের জন্য সেই সাংবিধানিক ক্ষমতাই এই রায়ে কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। এখন তাদের পর্যবেক্ষণ মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়াটা ছিল বড় ভুল। যদিও তারা এই বিষয়ের সিদ্ধান্তের ভার স্থানীয় প্রশাসনের ওপরই রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =