ভিডিও: এক নিমেষের তুষারধস ‘গিলে খেল’ গোটা বেস ক্যাম্প!

ভিডিও: এক নিমেষের তুষারধস ‘গিলে খেল’ গোটা বেস ক্যাম্প!

কাঠমান্ডু: ঠিক কতজনের মৃত্যু হতে পারে তা নিয়ে আশঙ্কা করা শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে শিউরে উঠছে সকলে। নেপালের মাউন্ট মানাসলুর বেস ক্যাম্প প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে পড়েছে ভয়ঙ্কর তুষার ধসে। সেই ভিডিও এক শেরপার থেকে ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। কত জন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন- সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আকাশে মেঘের গর্জন, পুজোয় কতটা বৃষ্টি, জানাল IMD

কিছুদিন আগে এখানেই ভয়ঙ্কর তুষারধসে মৃত্যু হয়েছিল এক ভারতীয় পর্বতারোহী-সহ দু’জনের। আসলে মাউন্ট মানাসলু অভিযানের জন্য ৪০০ জনকে অনুমতি দিয়েছে নেপাল সরকার। বেস ক্যাম্প তৈরি হয়ে যাওয়ার পর এখানেই আছড়ে পড়ে প্রবল তুষার ধস। তাতেই মৃত্যু হয়েছিল দু’জনের। এদিন ফের একই জায়গায় আবারও ভয়ঙ্কর তুষার ঝড় নেমে আসে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, বেস ক্যাম্পের তাঁবুগুলি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বরফের চাদরে নিমেষে ঢাকা পড়ে যাচ্ছে। কিছু মানুষকে এদিক-ওদিকে দৌড়তেও দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *