সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আকাশে মেঘের গর্জন, পুজোয় কতটা বৃষ্টি, জানাল IMD

সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আকাশে মেঘের গর্জন, পুজোয় কতটা বৃষ্টি, জানাল IMD

মুম্বই: পূর্বাভাস ছিলই, সেই মতোই ষষ্ঠীর সন্ধ্যায় ভিজল শহর কলকাতা৷ সন্ধে সাতটা বাজতেই ঝেঁপে নামল বৃষ্টি৷ প্রথমে উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টি নামে৷ পরে বৃষ্টি শুরু হয় দক্ষিণেও৷ বৃষ্টি হয়েছে সল্টলেক এবং  বেহালাতেও৷ বৃষ্টির জেরে জল জমে গিয়েছে শহরে৷ ব্যহত যান চলাচল৷ 

আরও পড়ুন- মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা ধরালেন দলীয় কর্মী, অভিযোগ নিয়ে থানায় ছুটল বিজেপি
 

শারোদোৎসবে ‘অসুর’ হয়ে আসছে বৃষ্টি৷  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। ঘূর্ণাবর্তের জেরে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এদিকে ষষ্ঠীর সন্ধ্যায় কলকাতার পাশাপাশি ভিজল হাওড়া ও হুগলির বেশ কিছু অংশ৷ বজ্রবিদ্যুত সহ বৃষ্টি নামায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ 

Indian Meterological Department-এর স্পেশাল বুলেটিনে কোন জেলায় কেমন বৃষ্টি হবে তা স্পষ্ট বলা হয়েছে৷ আইএমডি জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবর্তের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বেশ কিছু অংশে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও৷ রবিবার অর্থাৎ সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে৷ 

বৃষ্টি হবে অষ্টমীতেও৷ ৩ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ 

বৃষ্টি পিছু ছাড়বে না নবমীতেও৷ ওই দিনও আকাশে মুখ থাকবে গোমড়া৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশে৷ 

দশমীর দিনও ‘অসুর’ বৃষ্টির হাত থেকে নিস্তার নেই৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ বিজয়াতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়৷ 

সপ্তমী থেকে টানা দশমী পর্যন্ত কলকাতার আকাশেও থাকবে মেঘের আনাগোনা৷ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও৷