লন্ডন: যেন ঠিক স্বপ্নের মতো। সপ্তাহে কাজের দিন ৪, ছুটির দিন ৩! ভাবতে অবাক লাগলেও কমপক্ষে ৭০ কোম্পানি এইভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আদতে দেখতে চায় যে এইভাবে কাজ করে আখেরে সংস্থার লাভ হচ্ছে না লোকসান। আর যদি লাভ হয় তাহলে এইভাবেই কাজের নিয়ম সম্পূর্ণ রূপে চালু হয়ে যাবে। সম্প্রতি ইংল্যান্ডের ৭০ টি কোম্পানি এই নিয়মে কাজ চালু করেছে। এর ফলে কর্মীরা এবার থেকে প্রতি সপ্তাহে ৩ দিন করে ছুটি পাবে।
আরও পড়ুন- কেক প্রস্তুতকারী সংস্থার পর নামী রেস্তরাঁ! রূপঙ্করের গান বয়কট করল কর্তৃপক্ষ
করোনা ভাইরাস সংক্রমণ অনেক কিছুই বদলে দিয়েছে বিশ্ব জুড়ে। আগে বাড়ি থেকে কাজ করা ছিল প্রায় স্বপ্ন। কিন্তু এখন সেটাই ‘নিউ নরমাল’ হয়ে গিয়েছে। এমনকি কোভিড বিধি অনেক জায়গায় উঠে যাওয়ার পরেও বাড়ি থেকে কাজ চালু রেখেছে অনেক সংস্থা। মনে করা হচ্ছে, বাড়ি থেকে কাজ বা ছুটির পরিমাণ বেশি হলে কর্মীরা অনেক বেশি ভালো মুডে থাকে, কাজের ইচ্ছাও নাকি বেড়ে যায়। কাজের মানের উন্নতি হয়। সত্যিই কি তাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেই ইংল্যান্ডের ৭০ টি সংস্থা সপ্তাহে ৩ দিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে। আপাতত ৬ মাস এইভাবেই কাজ হবে। তারা আসলে দেখতে চাইছে, কোম্পানি কতটা লাভবান হয় এতে।
জানা গিয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বস্টন কলেজের যৌথ উদ্যোগে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপাতত ৬ মাস পরীক্ষামূলকভাবে এই কাজের নমুনা দেখা হবে। তারপর পরিস্থিতি বুঝে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান হয়েছে। এর আগে বিক্ষিপ্ত ভাবে বহু দেশ এইভাবে কাজের ধরণ শুরু করেছিল। কিন্তু তাতে লাভ না ক্ষতি, সেটা জানার প্রত্যক্ষ কোনও নথি নেই। এবার হয়তো তা জানা যাবে।