কলকাতা: কেকে-কে নিয়ে মন্তব্যের জের৷ নামী কেক প্রস্তুতকারক সংস্থার পর রূপঙ্কর বাগচিকে কার্যত বয়কট করল কলকাতার নামী রেস্তোরাঁ৷ তাঁদের রেস্তোরাঁয় রূপঙ্করের গাওয়া কোনও গান বাজানো হবে না বলে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। যাদবপুরের ওই রেস্তরাঁর বাইরে রীতিমতো নোটিস দিয়ে বলা হয়েছে, ‘জনস্বার্থ এবং মানুষের বিক্ষোভের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুন- উত্তরে ঢুকেছে মৌসুমী বায়ু, দক্ষিণে ভ্যাপসা গরম, নিস্তার মিলবে কবে?
খাওয়া দাওয়ার জন্য তো বটেই, অন্দরসজ্জা ও খাওয়ার সময় বাঙালি গায়কদের গান চালানোর জন্যেও বেশ প্রসিদ্ধ এই রেস্তোরাঁ। সেই তালিকায় ছিল রূপঙ্করের একাধিক জনপ্রিয় গানও৷ কিন্তু, কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্য ঘিরে বিতর্কের পরই তাঁর গান না বাজানোর সিদ্ধান্ত নেয় রেস্তরাঁ৷ যদিও কেকে-কাণ্ডে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে লিখিত বিবৃতি পাঠ করেছেন গায়ক। কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশও করেছিলেন তিনি। কিন্তু এতেও বিতর্ক যে থামেনি তা স্পষ্ট৷
এদিকে, একটি নামী কেক প্রস্তুতকারক সংস্থার জন্য বিজ্ঞাপনী ‘জিঙ্গল’ গেয়েছিলেন রূপঙ্কর। কেকে-কে নিয়ে রূপঙ্করের কটাক্ষের ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই ওই কেক প্রস্তুতকারক সংস্থাকে বয়কটের দাবি তোলেন বহু মানুষ। তড়িঘড়ি সংস্থার তরফে লিখিত ভাবে জানানো হয়, ‘গায়ক রূপঙ্কর বাগচির মন্তব্যে আমরা বিশেষ ভাবে দুঃখিত। রূপঙ্কর যা বলেছেন, সেই মন্তব্যের সঙ্গে আমরা সহমত নই। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব।’
কেক প্রস্তুতকারী সংস্থা তাদের জিঙ্গল নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট না হলেও একধাপ এগিয়ে রূপঙ্করকে বয়কট করল এই রেস্তোরাঁ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>