ছুরির কোপে মহিলার মুণ্ডচ্ছেদ, জঙ্গিহানায় রক্তাক্ত ফ্রান্সের গির্জায় মৃত ৩

ছুরির কোপে মহিলার মুণ্ডচ্ছেদ, জঙ্গিহানায় রক্তাক্ত ফ্রান্সের গির্জায় মৃত ৩

প্যারিস: ফ্রান্সের গির্জায় জঙ্গি হানা৷ বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে অবস্থিত একটি গির্জায় ছুরি হাতে হামলা চালাল এক দুষ্কৃতী৷ এই ঘটনায় তিন জনের মৃত্যুর খবর মিলেছে৷ এক মহিলার মুণ্ডচ্ছেদ করে ওই দুষ্কৃতী৷ ছুরির আঘাতে মৃত্যু হয় আরও দুই জনের৷ এই ঘটনাটি জঙ্গিহানা বলেই উল্লেখ করেছেন নিসের মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি৷ 

আরও পড়ুন- ১০ বছরের শিশুর মতো হতে পারে করোনা আক্রান্তের মস্তিষ্কের বয়স: গবেষণা

এই নৃশংস ঘটনার পরই এলাকায় জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর টুইট করে এস্ত্রোসি বলেন, নটরডেম গির্জার ভিতরে হামলা চালানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই হামলাকারীকে আটক করেছে৷ এটি সন্ত্রাসবাদী হামলা বলেই মনে হচ্ছে৷ চার্চের ভিতরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তিনি গির্জার প্রহরী ছিলেন বলেই মনে করা হচ্ছে৷ এস্ত্রোসি আরও জানান, ‘‘ওই হামলাকারীকে আটক করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ৷ তবে সে এখনও বেঁচে রয়েছে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷’’ গির্জায় এই হামলার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মেয়র৷ তিনি বলেন, ‘‘যথেষ্ট হয়েছে৷ আর নয়৷ ফ্রান্স থেকে ইসলামিক মৌলবাদ নিশ্চিহ্ন করতে হবে৷’’ এস্ত্রোসি বলেন, ‘‘নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়েছে৷’’ এদিনের হামলায় তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর বিভাগের হাতে৷ 

আরও পড়ুন- মানুষের কাজ ছিনিয়ে নিচ্ছে রোবট! ভবিষ্যতের চাকরি প্রার্থীদের মাথায় হাত

এর আগে চলতি মাসেই প্যারিসের শহরতলিতে এক ফরাসি শিক্ষকের শিরশ্ছেদ করা হয়েছিল৷ কনফ্ল্যাশনস স্যান্তে অনারিনে স্যমুয়েল প্যাটি নামে ওই শিক্ষককে যে পদ্ধতিতে হত্যা করা হয়েছিল, এদিনের ঘটনার সঙ্গে তাঁর যথেষ্ট মিল রয়েছে৷ পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন তিনি। নবীর কার্টুন দেখানোর অভিযোগে ওই তরুণ ফরাসি শিক্ষকের প্রকাশ্যে শিরশ্ছেদ করে এক চেচেন মুসলিম জঙ্গি৷ এই ঘটনায় গোটা ফ্রান্স আলোড়িত হয়। নিহত শিক্ষকের স্মৃতিতে প্যারিসের রাস্তায় মিছিল করেন শিক্ষক-অধ্যাপক-বুদ্ধিজীবীরা৷ অন্যদিকে, নবীর অবমাননার তীব্র প্রতিবাদ করে মুসলিম দেশগুলি৷ ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘মুসলিম ভীতি’ জাগিয়ে তোলার অভিযোগ তোলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 6 =