ইউক্রেনের ২০% দখল নিয়েছে রাশিয়া! ১০০ দিন পেরিয়ে সংঘাত চলছেই

ইউক্রেনের ২০% দখল নিয়েছে রাশিয়া! ১০০ দিন পেরিয়ে সংঘাত চলছেই

কিয়েভ: রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে ১০০ দিন পার হয়ে গিয়েছে। একাধিকবার বৈঠক হওয়ার পরেও কোনও রকম সমাধান সূত্র মেলেনি তা থেকে। বরং ক্রমাগত হামলা আরও বাড়িয়েছে পুতিন বাহিনী। কিন্তু হামলার দিনের সেঞ্চুরি হলেও কতটা ইউক্রেন দখল করতে পেরেছে রাশিয়া, তার উত্তর দিলেন খোদ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর কথায়, এতদিনে ২০ শতাংশ দখলে গিয়েছে রাশিয়ার। সার্বিকভাবে ইউক্রেন দখল করতে তারা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন- মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, নিমেষে গুলিতে ঝাঁঝরা ২১

জেলেনস্কির দাবি অনুযায়ী সিংহভাগ ইউক্রেন এখনও পর্যন্ত দখলই করতে পারেনি পুতিনের সেনাবাহিনী। কিন্তু তারা ইউক্রেন দখল করা নিয়ে বড় বার্তা দিচ্ছে। আদতে বিষয়টি সম্পূর্ণ উলটো। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তা হল, সেভেরদোনেৎস্ক শহর নিয়ে জোর লড়াই চলছে দুই দেশের সেনার মধ্যে। ইউক্রেনের মূল ভূখণ্ডে আক্রমণের তীব্রতা কমেছে ঠিকই কিন্তু হামলা করা থামায়নি পুতিনের দেশ। অনেকেই মনে করছিলেন, ডনবাস অঞ্চল যদি পুরোপুরি রাশিয়া দখল করে নিতে পারে তাহলে হয়তো পুতিন নিজেকে বিজয়ী ঘোষণা করবেন। কিন্তু এতদিনের চেষ্টাতেও তা করতে পারেনি রাশিয়ান সেনা বাহিনী।

একই রকমভাবে মারিউপোল এবং খারকভের বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল নিলেও বেশিরভাগ অংশই পারেনি। যদিও জানা যাচ্ছে এই মুহূর্তে ডনবাসের পরিস্থিতি ভয়াবহ। ইউক্রেন সরকারের দাবি প্রায় প্রতিদিনই ডনবাসে অন্ততপক্ষে একশো জন করে ইউক্রেনীয় সৈন্য নিহত হচ্ছেন পুতিন বাহিনীর হাতে। কিন্তু তারপরেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নয় ইউক্রেন। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের নামে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঠিক আগেই ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *