কেরিয়ারের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডাবলস সেমিতে সানিয়া, ইতিহাসের হাতছানি

কেরিয়ারের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডাবলস সেমিতে সানিয়া, ইতিহাসের হাতছানি

কলকাতা:  চলতি মরশুম শেষে নিজের দীর্ঘ টেনিস কেরিয়ারে ইতি টানতে চলেছেন সানিয়া মির্জা৷ অবসর নেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি৷ জীবনের শেষ  উইম্বলডন ডাবলসে নেমে শুরুতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় এই টেনিস তারকা। তবে প্রথমবার মিক্সড ডাবলসে অল ইংল্যান্ড ক্লাবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন সানিয়া মির্জা।

আরও পড়ুন- এজবাস্টনে কোহলীদের টেস্টে ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ, হেনস্তা, তদন্তে ইংলন্ড

ক্রোয়েশিয়ান খেলোয়াড় ম্যাটে পেভিচের সঙ্গে জোট বেঁধে তিন সেটের লড়াইয়ে গ্যাব্রিয়েলা ডাবরোস্কি এবং জন পিয়ার্সের জুটিকে পরাজিত করেন সানিয়া। সানিয়া-ম্যাচ জুটির সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি গ্যাব্রিয়েলারা৷ এক ঘণ্টা ৪১ মিনিটের ম্যাচে চতুর্থ বাছাই অজি-কানাডিয়ান জুটিকে ৬-৪, ৩-৬, ৭-৫ স্কোরলাইনে পরাজিত করে সানিয়ারা। সেই সঙ্গে পৌঁছে যান সেমিফাইনালে৷ প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে এলিনা ভেসনিনা এবং ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া। তবে সেটা ছিল ডাবলসে।  মিক্সড ডাবলসে সেমিফাইনালে এই প্রথম৷ 

২০১১, ২০১৩ এবং ২০১৫, তিনবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে সানিয়াকে৷ চতুর্থবারে যেন কাটল সেই বাঁধা৷  সানিয়ারা প্রথম সার্ভে ৭৩ শতাংশ এবং দ্বিতীয় সার্ভে ৬৫ শতাংশ পয়েন্ট পকেটে পোড়েন। গোটা ম্যাচেই পেভিচের সার্ভিস গেম প্রশংসা কুড়িয়েছে। সেমি ফাইনালে সানিয়ার মুখোমুখি হবেন ফারাহ-জেলেনা অস্টাপেনকো বা নীল স্কুপসি-ডেসিরাই জুটি৷ শেষ উইম্বলডনে মিক্সড ডাবলসে জিতে ইতিহাস গড়ার হাতছানি এখন সানিয়ার সামনে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =