এজবাস্টনে কোহলীদের টেস্টে ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ, হেনস্তা, তদন্তে ইংলন্ড

এজবাস্টনে কোহলীদের টেস্টে ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ, হেনস্তা, তদন্তে ইংলন্ড

94601bfe6275a8104b63971f52b873b4

বার্মিংহ্যাম: নটিংহ্যামের পর বার্মিংহ্যাম। এজবাস্টন টেস্টেও বর্ণবিদ্বেষের কালো ছায়া। তবে এবার আক্রমণ ক্রিকেটারদের উপর নয়, বরং বর্ণবিদ্বেষের শিকার এজবাস্টন টেস্টে খেলা দেখতে যাওয়া ভারতীয় সমর্থকরা৷ খেলা চলার সময় তাঁদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ উঠল ইংল্যান্ড সমর্থকদের বিরুদ্ধে। বেশ কিছু সমর্থক টুইট করে এই ঘটনার কথা জানিয়েছেন। যাবতীয় অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- নিজের রেকর্ড ভেঙে নজির নীরজের, ডায়মন্ড লিগে প্রথম পদক জিতলেন সোনার ছেলে

ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে এই নিয়ে দু’বার এমনটা ঘটল৷ এর আগে নটিংহ্যামে আক্রান্ত হয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা৷ এবার বর্ণ বিদ্বেষের মুখে পড়তে হল এজবাস্টনে চতুর্থ দিন খেলা দেখতে যাওয়া বহু ভারতীয় সমর্থককে৷ ভারত আর্মি নামে একটি সমর্থকদের সংগঠনের তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে৷ তাঁরা সেখানে লিখেছেন, ‘আমাদের বহু সমর্থক বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে পড়েছেন৷ আমরা এই বিষয়ে এজবাস্টন স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’’ সেই সঙ্গে যে সকল ইংরেজ সমর্থক তাঁদের পাশে দাঁড়িয়েছিল, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।’ এক ভারতীয় সমর্থকের অভিযোগ, গ্যালারিতে যখন তাঁদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছিল, সেই সময় এই বিষয়টি মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের নজরে আনা হয়৷ কিন্তু সব দেখার পরেই তাঁরা কোনও রকম পদক্ষেপ নেননি। 

এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড৷ ইসিবির তকফে বলা হয়, “মাঠের মধ্যে এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। এজবাস্টন কর্তৃপক্ষের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলছি৷”