এই প্রথম কোনও ম্যাচে সাদা কার্ড দেখালেন রেফারি, লেখা হল ফুটবলের নতুন ইতিহাস

এই প্রথম কোনও ম্যাচে সাদা কার্ড দেখালেন রেফারি, লেখা হল ফুটবলের নতুন ইতিহাস

কলকাতা: ফুটবল মাঠে টানটান উত্তেজনার মাঝে অনেক সময়ই নিজেদের মেজাজ হারান খেলোয়াড়রা৷ অসদাচরণের জন্য রেফারি তাঁদের হলুদ কিংবা লাল কার্ড দেখিয়ে থাকেন। ফুটবল মাঠে সেটাই দস্তুর৷ কিন্তু তাই বলে সাদা কার্ড? এমন ঘটনা কস্মিনকালেও কেউ শুনেছেন কি? হ্যাঁ, এমনটাই ঘটল পর্তুগিজ লিগে৷ পর্তুগালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবনের মধ্যে খেলার মাঝে রেফারি সাদা কার্ড দেখালেন। সেই সঙ্গে ফুটবলমাঠে তৈরি হল ইতিহাস।  

আরও পড়ুন- তোড়জোড় শুরু বায়োপিক নিয়ে? মুম্বই গেলেন ‘দাদা’

শনিবার পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার মধ্যে ম্যাচ ছিল। বিরতির ঠিক আগের মুহূর্তের ঘটনা৷ গ্যালারিতে উপস্থিত এক দর্শক অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে ম্যাচে ৩-০ গোলে লিড করছে বেনফিকা৷ হঠাৎ করেই ওই দর্শকের অসুস্থতার কথা জানাজানি হয়। এদিকে অসুস্থতার খবর পেয়েই ডাগ আউটে বসে থাকা দুই দলেরই মেডিক্যাল স্টাফ ওই দর্শকের চিকিৎসার জন্য এগিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই দর্শক সুস্থ হয়ে ওঠেন। রেফারি তখনই দুই দলের মেডিক্যাল স্টাফকে সাদা কার্ড দেখান। গ্যালারিতে উপস্থিত দর্শকরা হাততালিতে ফেটে পড়েন৷ 

খেলার সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে রেফারি প্লেয়ারদের হলুদ বা লাল কার্ড বের করে থাকেন। কিন্তু, কেউ কখনও সাদা কার্ড দেখেননি৷ আসলে সাদা কার্ড সম্পূর্ণ অন্য কারণে ব্যবহার করা হয়। স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্যই রেফারি এই সাদা কার্ডটি ব্যবহার করে থাকেন। বেনফিকা বনাম স্পোর্টিং ম্যাচে ঠিক সেই কারণের সাদা কার্ড দেখিয়েছেন তিনি। গ্যালারিতে অসুস্থ দর্শকের কথা শোনার পরই যে ভাবে দু’ দলের মেডিক্যাল স্টাফ চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়েন, তাঁতে কুর্নিশ জানান গোটা স্টেডিয়াম। রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস তাঁদের ভাল কাজকে স্বীকৃতি দিয়ে দেখান সাদা কার্ড৷ লেখা হয় ইতিহাস৷