সিডনি: ধারাভাষ্য দিতে দিতেই আচমকা বুকে ব্যাথা অনুভব করেন রিকি পন্টিং। দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ২৪ ঘণ্টার মধ্যেই আবার কমেন্ট্রি বক্সে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক এবং ক্রিকেটার। এখন যে তিনি সম্পূর্ণ সুস্থ তা জানিয়েছেন পন্টিং এবং একই সঙ্গে এও জানান যে তাঁর ঠিক কী অনুভূতি হয়েছিল শুক্রবার।
আরও পড়ুন: ভোটের মধ্যে গুজরাতে ‘বেলাইন’ মোদীর বন্দে ভারত এক্সপ্রেস! ধাক্কা দিল গরুকে
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে এই ঘটনা ঘটেছিল। পন্টিং জানান, ধারাভাষ্য দেওয়ার ঘরে থাকাকালীন তাঁর বুকে হঠাৎ তীক্ষ্ণ ব্যথা হয়। ধারাভাষ্য দেওয়ার সময় অসুবিধা হচ্ছিল। আগে কয়েক বার এমন ঘটেছিল। কিছুক্ষণ পর আরও কিছুটা অস্বস্তি বোধ করেন তিনি। তারপরই পন্টিং তাঁর শারীরিক অস্বস্তির কথা অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে বলেন। তাঁর পরামর্শ মেনেই পন্টিং হাসপাতালে ভর্তি হন। তবে এদিন তাঁর যে বেশ চকচকে লাগছে সেটাও ধারাভাষ্য দিতে এসে বলেছেন পন্টিং। একই সঙ্গে তাঁর কথা, বড় শিক্ষা হয়েছে।
সাম্প্রতিক সময়ে শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ডস এবং ডিন জোন্সের মতো ব্যক্তিত্বের মৃত্যু শোকাহত করেছিল গোটা বিশ্বকে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্ন এবং ডিনের। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইমন্ডস। এরপর আবার রিকি পন্টিংয়ের মতো এক তারকাকে নিয়ে হঠাৎ এই খবর নাড়িয়ে দিয়েছিল অনেককেই। তবে এখন সকলেই হাঁফ ছেড়ে বাঁচলেন।