আমেদাবাদ: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার দুর্ঘটনাস্থল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত। বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে গান্ধীনগরগামী সুপারফাস্ট বন্দেভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গরুকে৷ উদভাদা এবং ভাপি স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটে। পশ্চিম রেলের আধিকারিক সুনীল ঠাকুর জানান, এই দুর্ঘটনার ফলে ট্রেনের সামনের প্যানেলে একটি ছোট ফাটল ধরেছে।
আরও পড়ুন- গুজরাট ভোট: প্রথম দফার ভোটদানের হার নিয়ে চিন্তায় বিজেপি
গুজরাতে শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোট৷ তার মধ্যে এই ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছিল গুজরাতে প্রথম দফার ভোটগ্রহ৷ এদিন ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়। গত ৩০ সেপ্টেম্বর বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর থেকে এই নিয়ে চার বার গরু-মোষকে ধাক্কা মারল বন্দে ভারত এক্সপ্রেস৷
শুধু গরু মোষই নয়, গত ৮ নভেম্বর গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আনন্দ স্টেশনের কাছে এক মহিলাকে ধাক্কা মেরেছিল বন্দে ভারত এক্সপ্রেস৷ মৃত্যু হয় ওই মহিলার৷ বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষত্ব হল দু’মিনিটের সামান্য বেশি সময়ের মধ্যেই ১৬০ কিলোমিটার গতি তুলতে পারে৷ এই ট্রেনের সফর অন্যান্য ট্রেনের চেয়ে তুলনামূলক ভাবে আরামদায়ক বলেও পশ্চিম রেল সূত্রের খবর। কিন্তু বসতিপূর্ণ এলাকায় দ্রুতগতিতে এই ট্রেনের ছুটে চলা ঝুঁকি বাড়াচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>